মলয় রায়চৌধুরীর গ্রন্থতালিকা
মলয় রায়চৌধুরী রচিত গ্রন্থের তালিকা
বাংলা ভাষার সাহিত্যিক মলয় রায়চৌধুরী (জন্ম: ২৯ অক্টোবর, ১৯৩৯) উপন্যাস, কাব্য, সমালোচনা, ইত্যাদি বিষয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এছাড়াও তিনি অনুবাদক হিসেবে একাধিক গ্রন্থ অনুবাদ করেছেন। সম্পূর্ণ (আংশিক অসম্পূর্ণ হতে পারে) তালিকা নিচে দেয়া হল:
![]() সেপ্টেম্বর ২০১১ সালে মলয় রায়চৌধুরী | |
উপন্যাস↙ | ৪ |
---|---|
কাব্য↙ | ৯ |
তথ্যসূত্র ও পাদটীকা |
উপন্যাস/গল্প/নাটক
সম্পাদনাবছর | শিরোনাম | প্রকাশনা/প্রকাশক | টীকা |
---|---|---|---|
১৯৯৪ | ডুবজলে যেটুকু প্রশ্বাস | আবিষ্কার প্রকাশনী, বাঁশদ্রোণী, কলকাতা -৭০ | উপন্যাস, দ্বিতীয় সংস্করণ: ২০০১ |
১৯৯৬ | ভেন্নগল্প | দিবারাত্রির কাব্য, চম্পাহাটি, দক্ষিণ ২৪ পরগণা | গল্প, পোস্টমডার্ন গল্প সংকলন |
১৯৯৭ | জলাঞ্জলি | একালের রক্তকরবী, ১০/২বি রমানাথ মজুমদার স্ত্রিট, কলকাতা ৭০০০০৯ | |
আশ্বিন ১৩০৫ ব. | নাটকসমগ্র | প্রকাশক: কবিতীর্থ, কবিতীর্থ সরণি, কলকাতা - ২৩ | নাটক, সম্পাদনা: উৎপল ভট্টাচার্য |
১৯৯৯ | নামগন্ধ | সাহানা, ৩/৩ লালমাটিয়া, ব্লক বি, ঢাকা ১২০৭, বাংলাদেশ | |
২০০১ | এই অধম ওই অধম | কবিতীর্থ, ৫০/৩ কবিতীর্থ প্রকাশনী, কলকাতা ৭০০০২৩ | |
২০০৬ | অপ্রকাশিত ছোটগল্প | প্রথম প্রকাশ: ২০০৬। প্রকাশক; কোয়ার্ক, সিদ্ধিনাথ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৩৪ | ছোটগল্প সংকলন |
২০০৮ | অতিবাস্তব গল্পগাছা | প্রথম প্রকাশ : মে ২০০৮। প্রকাশক : আবার এসেছি ফিরে প্রকাশনী, ভগবানগোলা, মুর্শিদাবাদ। | অধুনান্তিক রূপকথা |
কবিতা
সম্পাদনাবছর | শিরোনাম | প্রকাশনা | টীকা |
---|---|---|---|
১৯৬৩ | শয়তানের মুখ | সুনীল গঙ্গোপাধ্যায়, কৃত্তীবাস প্রকাশনী, ৩২/২ যোগীপাড়া রোড, কলকাতা-২৮ | কবিতা |
১৯৬৫, জুন ৯ | জখম | জাব্রা প্রকাশনী | দীর্ঘ কবিতা, দ্বিতীয় সংস্করণ জানুয়ারি ১৯৯৮, প্রকাশক: উৎপল ভট্টাচার্য, কবিতীর্থ, ৫০/৩ কবিতীর্থ সরণী, কলকাতা ৭০০০২৩ |
১৩৭১, মাঘ ১৩ | আমার আমীমাংসিত শুভা | (দীর্ঘ কবিতা),। প্রকাশক- জেব্রা প্রকাশনী/হাংরি প্রিন্টার্স, কলকাতা | |
১৯৮৭ | মেধার বাতানুকুল ঘুঙুর | মহাদিগন্ত প্রকাশ সংস্হা, কলকাতা | |
১৯৯১ | হাততালি | মহাদিগন্ত প্রকাশ সংস্হা, কলকাতা | (দীর্ঘ কবিতা) প্রথম প্রকাশ কৌরব পত্রিকায় ১৯৮৯ |
১৯৯৫ মে | চিৎকারসমগ্র | কবিতা পাক্ষিক, ৩৬ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০২৬ | পোস্টমডার্ন কবিতা |
১৯৯৫ নভেম্বর | ছত্রখান | কবিতীর্থ, ৫০/৩ কবিতীর্থ সরণি, কলকাতা ২৩ | অধুনান্তিক কবিতা |
১৯৯৬ | যা কাগবে বলবেন | কৌরব প্রকাশনী, ২৫এ এগ্রিকো বাগান, জামশেদপুর ৯ | কবিতা |
২০০০ | আত্মদ্ধংসের সহস্রাব্দ | গ্রাফিত্তি, ২এ টিপু সুলতান রোড, কলকাতা-২৬ | |
২০১০ | মাথা কেটে পাঠাচ্ছি, যত্ন করে রেখো | কবিতীর্থ প্রকাশনী | কলকাতা- ২৩ |
বছর | শিরোনাম | প্রকাশনা | টীকা |
---|---|---|---|
১৯৮৬, জানুয়ারি | কবিতা সংকলন | মহাদিগন্ত প্রকাশ সংস্হা, কলকাতা | হাংরি আন্দোলনকালীন ২৬টি কবিতার সংকলন |
২০০৫ | কবিতা ২০০৪_১৯৬১ | আবিষ্কার প্রকাশনী, বাঁশদ্রোনী, কলকাতা ৭০০০৭০ | সব কয়টি কবিতা একত্রে |
২০০৩ | কৌনপের লুচিমাংস | কবিতা ক্যাম্পাস, হাওড়া | কবিতা সংকলন |
সমালোচনা/প্রবন্ধ/ইস্তেহার/স্মৃতিকথা /সাক্ষাৎকার
সম্পাদনাবছর | শিরোনাম | প্রকাশনা | টীকা |
---|---|---|---|
১৯৬২ | মার্কসবাদের উত্তরাধিকার | শক্তি চট্টোপাধ্যায়, কলকাতা | প্রবন্ধ |
১৯৬৪ ডিসেম্বর | আমার জেনারেশনের কাব্যদর্শন বা মৃত্যুমেধীশাস্ত্র | জেব্রা প্রকাশনী/হাংরি প্রিন্টার্স, কলকাতা | প্রবন্ধ |
বইমেলা, ১ জানুয়ারি ১৯৮৫ | ইস্তাহার সংকলন | হাংরি ম্যানিফেসটো, হাংরি আন্দোলনের সময়ে বিভিন্ন বুলেটিনে প্রকাশিত ইস্তাহা | |
১৯৯৮ | অ (কবিতা ও তার অবিনির্মাণ) | কবিতা পাক্ষিক, ৩৬ডি হরিশ চ্যাটার্জি স্ত্রিট, কলকাতা ২৬ | নিজের লেখা ২৩টি কবিতার বিশ্লেষণ |
১৯৯৪ | হাংরি কিম্বদন্তী | প্রকাশক: সমীর রায়চৌথূরী, বাঁশদ্রোণী, কলকাতা - ৭০০০৭০ | স্মৃতিকথা |
১৯৯৫ | পোস্টমডার্নিজম | হাওয়া ৪৯, বাঁশদ্রোণী, কলকাতা - ৭০০০৭০ | প্রবন্ধ |
১৯৯৭ | পরাবাস্তববাদ | এবং প্রকাশনী, নাকতলা, কলকাতা ৭০০০৪৭ | প্রবন্ধ |
১৯৯৯ | হাংরি সাক্ষাৎকারমালা | এপ্রিল ১৯৯৯। প্রকাশক: মহাদিগন্ত পাবলিশার্স, কলকাতা ৭০০ ১৪৪ | সাক্ষাৎকার,
অজিত রায় সম্পাদিত |
১৯৯৯ | আধুনিকতার বিরুদ্ধে কথাবাপ্রা | কবিতা পাক্ষিক, কলকাতা ৭০০০২৬ | প্রবন্ধ সংকলন |
২০০০ | মতান্তর | অতএব প্রকাশনী, নিমতা, কলকাতা ৭০০০৪৯ | প্রবন্ধ সংকলন, সম্পাদনা: শংকর সরকার, ভূমিকা: অদ্রীশ বিশ্বাস |
২০০০ | পোস্টমডার্ন কালখন্ড ও বাঙালির পতন | সুকুমার চৌধুরী, বসন্ত বিহার, ওয়াডি, নাঘপুর | প্রবন্ধ |
২০০১ | উত্তরওপনিবেশিক পোস্টমডার্নিজম | বাকপ্রতিমা, মহিষাদল, মেদিনীপুর | প্রবন্ধ |
২০০২ | 'ডাডা ইস্তেহার ও তার ভুমিকা' (ত্রিস্তান জারা লিখিত ইশতাহার) | প্রথম প্রকাশ: ২০০২। প্রকাশক: গ্রাফিত্তি, টিপু সুলতান রোড, কলকাতা ৭০০০২৬। | অনুবাদ, আলোচনা |
২০০৩ | পোসটমডার্ন জীবনানন্দ | গ্রাফিত্তি, কলকাতা ৭০০০২৬ | প্রবন্ধ |
২০০৪ | প্রতিস্ব পরিসরের অবিনির্মাণ
(নিজের নেয়া নিজের সাক্ষাৎকার) |
প্রথম প্রকাশ; ২০০৪। প্রকাশক: দাহপত্র, চন্দননগর, হুগলি জেলা। | নিজের নেয়া নিজের সাক্ষাৎকার |
২০০৪ | বিষয় পোস্টমডার্নিটি | সম্পাদনা ও ভূমিকা: অরবিন্দ প্রধান। প্রথম প্রকাশ: ২০০৪। প্রকাশক: গ্রাফিত্তি, কলকাতা ৭০০০২৬। | সাক্ষাৎকার সংকলন |
২০০৪ | ছোটলোকের ছোটবেলা | প্রথম প্রকাশ: ২০০৬। প্রকাশক; কোয়ার্ক, সিদ্ধিনাথ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৩৪।
পরবর্তী দুটি সংস্করণ চর্চাপদ ও প্রতিভাস প্রকাশনী থেকে প্রকাশিত। |
বাল্যস্মৃতি |
২০০৭ | হাংরি আন্দোলনের ইশতাহার | এবাদুল হক সম্পাদিত। প্রথম প্রকাশ: ২০০৭। প্রকাশক: আবার এসেছি ফিরে প্রকাশনী, ভগবানগোলা, মুর্শিদাবাদ। | ইশতাহার |
বইয়ের তালিকা
সম্পাদনা- ইস্তাহার সংকলন (হাংরি ম্যানিফেসটো, হাংরি আন্দোলনের সময়ে বিভিন্ন বুলেটিনে প্রকাশিত ইস্তাহার)। প্রথম প্রকাশ: বইমেলা ১ জানুয়ারি ১৯৮৫
- 'প্রকাশ কর্মকারের ছবি মলয় রায়চৌধুরীর কবিতা'। (বারোটি বুলেটিন)। ১৯৮৫-৮৭ এর মাঝে লখনউ থেকে প্রকাশিত।
- 'ভেন্নগল্প' (পোস্টমডার্ন গল্প সংকলন)। প্রথম প্রকাশ: ১৯৯৬। প্রকাশক: দিবারাত্রির কাব্য, চম্পাহাটি, দক্ষিণ ২৪ পরগণা
- 'নাটকসমগ্র' (হাংরি আন্দোলনের সময়ে লেখা)। সম্পাদনা: উৎপল ভট্টাচার্য। প্রথম প্রকাশ: আশ্বিন ১৩০৫। প্রকাশক: কবিতীর্থ, কবিতীর্থ সরণি, কলকাতা - ২৩।
- 'হাংরি কিম্বদন্তী' (স্মৃতিকথা)। প্রথঞ প্রকাশ: ১৯৯৪। প্রকাশক: সমীর রায়চৌথূরী, বাঁশদ্রোণী, কলকাতা - ৭০০০৭০।
- 'হাংএই সাক্ষাৎকারমালা'। অজিত রায় সম্পাদিত। প্রথম প্রকাশ: এপ্রিল ১৯৯৯। প্রকাশক: মহাদিগন্ত পাবলিশার্স, কলকাতা ৭০০ ১৪৪।
- 'নখদন্ত' (সাতকাহন)। প্রথম প্রকাশ: ২০০২। প্রকাশক: হাওয়া উণপঞ্চাশ, কলকাতা ৭০০০৭০।
- 'ডাডা ইস্তেহার ও তার ভুমিকা' (ত্রিস্তান জারা লিখিত ইশতাহার)। প্রথম প্রকাশ: ২০০২। প্রকাশক: গ্রাফিত্তি, টিপু সুলতান রোড, কলকাতা ৭০০০২৬।
- 'প্রতিস্ব পরিসরের অবিনির্মাণ ' (নিজের নেয়া নিজের সাক্ষাৎকার)। প্রথম প্রকাশ; ২০০৪। প্রকাশক: দাহপত্র, চন্দননগর, হুগলি জেলা।
- 'বিষয় পোস্টমডার্নিটি' (সাক্ষাৎকার সংকলন) সম্পাদনা ও ভূমিকা: অরবিন্দ প্রধান। প্রথম প্রকাশ: ২০০৪। প্রকাশক: গ্রাফিত্তি, কলকাতা ৭০০০২৬।
- 'ছোটলোকের ছোটবেলা' (বাল্যস্মৃতি)। প্রথম প্রকাশ; ২০০৪। প্রকাশক: কোয়ার্ক, কলকাতা ৭০০০৭৪। পরবর্তী দুটি সংস্করণ চর্চাপদ ও প্রতিভাস প্রকাশনী থেকে প্রকাশিত।
- 'আপ্রকাশিত ছোটগল্প' (গল্প সংকলন) প্রথম প্রকাশ: ২০০৬। প্রকাশক; কোয়ার্ক, সিদ্ধিনাথ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৩৪।
- 'হাংরি আন্দোলনের ইশতাহার'। এবাদুল হক সম্পাদিত। প্রথম প্রকাশ: ২০০৭। প্রকাশক: আবার এসেছি ফিরে প্রকাশনী, ভগবানগোলা, মুর্শিদাবাদ।
- 'অতিবাস্তব গল্পগাছা' (অধুনান্তিক রূপকথা)। প্রথম প্রকাশ : মে ২০০৮। প্রকাশক : আবার এসেছি ফিরে প্রকাশনী, ভগবানগোলা, মুর্শিদাবাদ।