মরিস চ্যাং

চীনা ব্যবসায়ী

মরিস চ্যাং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মরিস তাইওয়ানের চিপ ইন্ডাস্ট্রির জনক হিসেবে পরিচিত।

মরিস চ্যাং
মরিস চ্যাং
জন্ম (1931-07-10) ১০ জুলাই ১৯৩১ (বয়স ৯৩)
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাটিএসএমসি এর চেয়ারম্যান এবং সিইও
দাম্পত্য সঙ্গীSophia Chang Shu-fen

মরিস ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে যন্ত্রপ্রকৌশলে ১৯৫২ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৫৩ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৮ সালে টেক্সাস ইনস্ট্রুমেন্ট্‌স এ যোগদান করেন। তিনি ১৯৬৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স মেডেল অব অনার, ২০১১

তথ্যসূত্র

সম্পাদনা