মমতাজ সঙ্ঘমিতা
মমতাজ সঙ্ঘমিতা হলেন একজন ভারতীয় ডাক্তার, অধ্যাপক ও রাজনীতিবিদ। তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২]
মমতাজ সঙ্ঘমিতা | |
---|---|
বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৯ | |
পূর্বসূরী | সাইদুল হক |
উত্তরসূরী | এস. এস. আহলুওয়ালিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৬ জানুয়ারি ১৯৪৬ |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | নূরে আলম চৌধুরী |
সন্তান | ১ |
জীবিকা | ডাক্তার অধ্যাপক রাজনীতিবিদ |
জীবনী
সম্পাদনামমতাজ সঙ্ঘমিতা পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার ও পশ্চিমবঙ্গ সরকারের সাবেক আইনমন্ত্রী সৈয়দ আবুল মনসুর হাবিবুল্লাহ এবং শিক্ষাবিদ মাকসুদা খাতুনের সন্তান।[৩] পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ মমতাজ সঙ্ঘমিতা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]
বর্ধমানের মিউনিসিপাল গার্লস স্কুল ও কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পড়ার পর তিনি বেথুন কলেজে ভর্তি হন। তিনি এরপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ও ১৯৬৮ সালে এমবিবিএস পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিজিও ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমডি (ওটিজি) ডিগ্রি লাভ করেন।[৫] তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য গমন করেছিলেন।
তিনি ১৯৭৫ সালে নূরে আলম চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যার নাম শাবানা রোজে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Constituencywise-All Candidates"। ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬।
- ↑ Siddiqui, Kanchan। "Habibulla daughter challenges CPM MP"। The Statesman, 7 March 2014। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
- ↑ "Lok Sabha Elections 2014 – Know Your Candidates"। Dr. Mumtaz Sanghamita। All India Trinamool Congress। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
- ↑ MyNeta link