মন্মথনাথ ঘোষ
মন্মথনাথ ঘোষ (ইংরেজি: Manmathanath Ghosh) ( ১৮ সেপ্টেম্বর, ১৮৮৪ - ৭ এপ্রিল, ১৯৫৯) ছিলেন প্রখ্যাত বাঙালি জীবনীকার। [১]
মন্মথনাথ ঘোষ | |
---|---|
জন্ম | কলকাতা বাংলা প্রদেশ(বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারত) | ১৮ সেপ্টেম্বর ১৮৮৪
মৃত্যু | ৭ এপ্রিল ১৯৫৯ | (বয়স ৭৪)
পেশা | জীবনীকার |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
সময়কাল | ১৯১৫ -১৯৫৯ |
দাম্পত্যসঙ্গী | বিভাবতী ঘোষ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামন্মথনাথের জন্ম বৃটিশ ভারতের কলকাতায় ১৮৮৪ খ্রিস্টাব্দের ১৮ ই সেপ্টেম্বর। পিতা অতুলচন্দ্র ঘোষ ছিলেন বহু ভাষাবিদ সাহিত্যসেবী। মাতা সুরবালা ঘোষ ছিলেন 'মধুরা' কাব্য গ্রন্থের রচয়িত্রী। মন্মথনাথের পড়াশোনা কলকাতায়। ১৯০০ খ্রিস্টাব্দে তিনি সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স, ১৯০২ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমানে স্কটিশ চার্চ কলেজ) থেকে শ্রেষ্ঠ বাংলা রচনার জন্য বঙ্কিমচন্দ্র পদক সহ এফ. এ পাশ করেন। ১৯০৪ খ্রিস্টাব্দে গণিতে স্নাতক হন এবং বিশুদ্ধ গণিতে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এম. এ পাশ করেন।
কর্মজীবন
সম্পাদনাএম.এ পাশের পর ১৯০৬ খ্রিস্টাব্দে মন্মথনাথ কন্ট্রোলার-জেনারেলের অফিসে ট্রেজারি কন্ট্রোলের অন্যতম সুপারিনটেন্ডন্ট পদে অধিষ্ঠিত হন।
সাহিত্যকর্ম
সম্পাদনাসরকারি অফিসে কাজের পাশাপাশি তিনি সাহিত্যকর্ম চালিয়ে গেছেন। গল্প ও কাব্য রচনায় তা পারদর্শিতা ছিল। বেশ কিছু কবিতা ও গল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। তবে তিনি ছিলেন এক বিশিষ্ট জীবনীকার। বিগত শতকের বাংলা সমাজ ও সাহিত্যের লুপ্ত অধ্যায়গুলির পুনরুদ্ধারে ইতিহাসের আলোকে জীবনচরিত তথা তৎকালীন ঘটনাবলি নির্ভরযোগ্য আলোচনা সংবলিত সাহিত্য রচনাতে তার বিশিষ্টতা। প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়িটি। ১৯১১ খ্রিস্টাব্দে 'হিন্দু প্যাট্রিয়ট' ও 'বেঙ্গলী' পত্রিকার প্রবর্তক পিতামহ গিরিশচন্দ্র ঘোষের ইংরাজী জীবনচরিত এবং ইংরাজী বক্তৃতা ও প্রবন্ধসমূহ সংগৃহীত করে প্রকাশ করেন। অন্যান্য উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ গুলি হল-
- মহাত্মা কালীপ্রসন্ন সিংহ
- রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
- হেমচন্দ্র (৩ খণ্ড) (১৯২৭)
- সেকালের লোক (১৯২৩)
- নিরঞ্জন মুখোপাধ্যায়
- মনীষী ভোলানাথ চন্দ্র (১৯২৫)
- কর্মবীর কিশোরীচাঁদ মিত্র (১৯২৬) (মাতামহ)
- জ্যোতিরিন্দ্রনাথ (১৯২৭)
- রঙ্গলাল (১৯২৯)
- মনীষী রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রভৃতি।
তার স্ত্রী বিভাবতীর (৯ আগস্ট, ১৮৯৫ - ১৬ আগস্ট, ১৯৮০) লেখা অনেক গল্প ও সরস রচনাদি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।
মন্মথনাথ ১৯১৪ খ্রিস্টাব্দে লন্ডনের রয়াল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি এবং রয়াল ইকনমিক সোসাইটির ফেলো হয়েছিলেন।
মৃত্যু
সম্পাদনামন্মথনাথ ঘোষ ১৯৫৯ খ্রিস্টাব্দের ৭ই এপ্রিল ৭৪ বৎসর বয়সে পরলোক গমন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৫৪৯,৫৫০ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬