মন্থন (১৯৪১-এর চলচ্চিত্র)

মন্থন রামজি আর্য পরিচালিত একটি বলিউড চলচ্চিত্র। এটি ১৯৪১ সালে মুক্তি পেয়েছিল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দলপত, রাজকুমারী ও সরদার মনসুর। ছবিটির সুরায়োজন করেন বলদেব নায়েক।[১][২]

মন্থন
পরিচালকরামজি আর্য
রচয়িতা
  • পণ্ডিত ফানি
  • রামজি আর্য
শ্রেষ্ঠাংশে
  • দলপত
  • রাজকুমারী
  • সরদার মনসুর
সুরকারবলদেব নায়েক
চিত্রগ্রাহকফালি ডি. মিস্ত্রী
সম্পাদকমণিলাল গুপ্ত
মুক্তি১৯৪১
দেশভারত
ভাষাহিন্দি

কুশীলব সম্পাদনা

  • দলপত
  • রাজকুমারী
  • সরদার মনসুর

সঙ্গীত সম্পাদনা

মন্থন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বলদেব নায়েক এবং গীত রচনা করেছেন পণ্ডিত ফানি। এই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রাজকুমারী, রাধারানী ও সরদার মনসুর।

সকল গানের গীতিকার পণ্ডিত ফানি; সকল গানের সুরকার বলদেব নায়েক।

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আশা প্রাণধর জাগ মে"  
২."বোল কোয়েলিয়া বোল"রাধারানী 
৩."জীবন কী আশায়ে"রাজকুমারী 
৪."মহারাজ অধিরাজ কে গুন গায়ে"  
৫."মন কে ঝুলে পার আও"রাধারানী, সরদার মনসুর 
৬."মেরে জীবন কী আশায়ে"রাজকুমারী 
৭."মিঠে তেরে বেড় বাইয়ারিয়া"  
৮."পত রাখে ভগবান মেরি"রাজকুমারী 
৯."সখি মেরি কান্দো গাইয়া চড়াও রে"  
১০."উঠ জাগ সোয়েগা তো খোয়েগা তো"  

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Manthan"। সিনেস্তান। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। British Film Institute। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা