মনোরম ইউক্রেন

তারাস শেভচেঙ্কোর আঁকা ছবি

মনোরম ইউক্রেন (ইউক্রেনীয়: Живописна Україна জিভোপিসনা উক্রাইনা) হলো ১৮৪৪ সালে তারাস শেভচেঙ্কোর আঁকা ছবির একটি সিরিজ। খোদাই (এচিং) কৌশল ব্যবহার করে, আঁকা ছবিগুলি নিয়ে তৈরি সিরিজটি প্রতি বছর মূলত বারোটি ছবি নিয়ে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক অসুবিধার কারণে এটি সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ছয়টি প্রিন্টের ছবি নিয়ে একটি মাত্র অ্যালবাম প্রকাশিত হয়। সেই ছবিগুলি হলো কিয়েভে, ভিডুবিচি মঠ, জাহাজ পরিষদ, রূপকথার গল্প, বার্ধক্য এবং চ্যাহিরিনের উপহার[১]

মনোরম ইউক্রেন
শিল্পীতারাস শেভচেঙ্কো
বছর১৮৪৪
উপাদানখোদাই (এচিং)
অবস্থানতারাস শেভচেঙ্কো জাতীয় যাদুঘর
১৮৪০ সালে তারাস শেভচেঙ্কো (তৈলচিত্র)

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Orlova, N.I. (২০১২)। "Realities and prospects of creating a bibliographic index "Shevchenko-artist: 1839-2012 pp.": To the 200th anniversary of his birth" (পিডিএফ)National and Historical Memory3: 374। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]