মনিকো ফার্মা লিমিটেড বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এ প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য সরবরাহ হয়।[১] ২০২০ সালে মানহীন ঔষধ উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটির ঔষধ উৎপাদন ও বিতরণের অনুমতিপত্র সাময়িকভাবে বাতিল করা হয়।[২]

মনিকো ফার্মা লিমিটেড
ধরনঔষধ প্রস্তুতকারক কোম্পানি
শিল্পঔষধনির্মাণ শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৮৬; ৩৭ বছর আগে (1986)
ওয়েবসাইটmonicopharma.com

ইতিহাস ও বিবরণ সম্পাদনা

এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে নিম্নলিখিত সেক্টরে বৈচিত্র্যবদ্ধ হয়েছে:

  1. ফার্মাসিউটিক্যাল সেক্টর এর সহায়ক সংস্থা মনিকো ফার্মার মাধ্যমে
  2. আইটি ডিভিশন ফাইন্ডারের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং এবং অবস্থান-ভিত্তিক পরিষেবাগুলি
  3. রিয়েল এস্টেট বিভাগের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টর
  4. তার সহায়ক সংস্থা মনিকো এগ্রো ফার্ম লিমিটেডের মাধ্যমে কৃষি খাত

২০১২ সালে পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদপ্তর ৳ ৯,০০,০০০/- জরিমানা করেছে।[৩]

২০২০ সালে মানহীন ঔষধ উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটির ঔষধ উৎপাদন ও বিতরণের অনুমতিপত্র সাময়িকভাবে বাতিল করা হয়।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Monicopharma"www.monicopharma.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ 
  2. "৩৭ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল"সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৩ 
  3. "গাজীপুরে ওষুধ কারখানার জরিমানা"bdnews24.com। ২০২২-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা