মনিকা ইউনুস

বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন সোপরানো সঙ্গীত শিল্পী

মনিকা ইউনুস (জন্ম ১৯৭৯) একজন বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন সোপরানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটান অপেরাসহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীতদলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা, দ্য নিউইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে।[১]

মনিকা ইউনুস
মনিকা ইউনুস, ২০০৭
জন্ম১৯৭৯ (বয়স ৪৪–৪৫)
মাতৃশিক্ষায়তনলরেন্সভিল স্কুল
জুলিয়ার্ড স্কুল (স্নাতক/স্নাতকোত্তর)
ওয়েবসাইটwww.monicayunus.com

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

মনিকা ইউনুস ১৯৭৯ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস এবং তার তৎকালীন স্ত্রী রাশিয়ান বংশোদ্ভুত ভেরা ফরস্তেনকো-এর কন্যা।[২] মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা ছিলেন। ১৯৬৭ সালে ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মুহাম্মদ ইউনুসের সাথে তার পরিচয় হয় এবং ১৯৭০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে এবং মনিকার মা মনিকাকে নিয়ে আমেরিকায় তার নিজের বাবা-মায়ের সাথে বসবাস করার জন্য ফিরে যান। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Daily Star Web EditionVol. 5 Num 543" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  2. "About Dr. Yunus : Family"। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  3. Yunus, Muhammad; Jolis, Alan। Banker to the Poor: micro-lending and the battle against world poverty (ইংরেজি ভাষায়)। New York: PublicAffairs hc। পৃষ্ঠা 20–29। আইএসবিএন 978-1-58648-198-8 

বহিঃসংযোগ সম্পাদনা