মনশা পাশা

পাকিস্তানী অভিনেত্রী

মনশা পাশা (উর্দু: منشاء پاشا; জন্ম অক্টোবর ১৯, ১৯৮৭) একজন পাকিস্তানি অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি বিভিন্ন জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল হওয়া টেলিভিশন ধারাবাহিকে সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, তন্মধ্যে রয়েছে শ্যাহের-ই-জাত (২০১২), মাদিহা মালিহা (২০১২), যিন্দেগি গুলজার হে (২০১৩), বিরাসাত (২০১৩) এবং মেরা নাম ইউসুফ হে (২০১৫)। ২০১৭ সালে তিনি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের নাটক 'অঙ্গন' তে অভিনয় করেন যেটি ছিলো একটি পারিবারিক নাটক। তিনি ২০১৭ সালের চলচ্চিত্র 'চলে থে সাথ' এ অভিনয় দ্বারা চলচ্চিত্র জগতে পা রাখেন এবং 'লাল কবুতর' (২০১৯) ছিলো তার অভিনীত একটি অপরাধমূলক-সহিংসতাবাদী চলচ্চিত্র, তিনি এই চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্র-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।

মনশা পাশা
জন্ম (1987-10-19) ১৯ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১১-বর্তমান
দাম্পত্য সঙ্গীআসাদ ফারুকি (বি. ২০১৩; তা. ২০১৮)
সঙ্গীজিবরান নাসির (বাগদানঃ ২০১৯)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

পাশার জন্ম হায়দ্রাবাদে একটি সিন্ধি পরিবারে। তার জিনাত, হান্নাহ এবং মারিয়া নামের তিনটি বোন রয়েছে। তিনি করাচিতে তার পরিবারের সঙ্গে থাকেন।

২০১৩ সালে ব্যবসায়ী আসাদ ফারুকির সঙ্গে পাশার বিয়ে হয়েছিলো কিন্তু ২০১৮ সালে পাশা তাকে তালাক দেন। ২০১৯ সালের ডিসেম্বরে পাশা রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী জিবরান নাসিরের বাগদত্তা হন।

কর্মজীবন সম্পাদনা

পাশার অভিনয়জীবন শুরু হয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে, তিনি ২০১১ সালে হাম টিভিতে প্রচারিত নাটক 'হামসফর'তে আয়েশা নামের একটি সহ-ভূমিকায় অভিনয় করেছিলেন যেটি ছিলো নাটকটির অন্যতম মূল চরিত্র কিরদের বান্ধবী এবং ২০১২ সালে হামটিভিতেই 'শ্যাহের-ই-জাত' নামের আরেকটি নাটকে পাশা অভিনয়ের সুযোগ পান রশনা নামের একটি ছোটো চরিত্রে (এটি ছিলো অন্যতম প্রধান চরিত্র ফলকের বান্ধবীর চরিত্র), এবং তিনি একই বছরের 'মাদিহা মালিহা' নাটকেও নিশা নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, এটাও হামটিভিতে প্রচারিত হয়েছিলো।[১] ২০১২ সালেরই টেলিভিশন ধারাবাহিক 'যিন্দেগি গুলজার হে'তে অভিনয়ের জন্য পাশা মূল পরিচিতি পেয়েছিলেন, যদিও এই নাটকেও তিনি সহ-ভূমিকায় ছিলেন।[২] তিনি এরপর একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করতে থাকেন, এগুলো হলোঃ 'বিরাসাত' (২০১৩), 'এক অউর এক ঢাই' (২০১৩), 'কিতনি গিরে বাকি হে' (২০১৩), 'শারিক-এ-হায়াত' (২০১৩), এগুলোতে তার সহ-ভূমিকার চরিত্রে অভিনয় তাকে দর্শকপ্রিয় বানিয়ে দিয়েছিলো।[১][৩] রোমান্টিক ধারাবাহিক 'মহাব্বাত সুভ কা সিতারা হে' (২০১৩) তে অভিনয়ের জন্য তিনি 'শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে হাম পুরস্কার' পেয়েছিলেন।[৪]

২০১৪ সালে পাশা সর্বপ্রথম একটি নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, সেটা ছিলো 'যারা অউর মেহরুন্নিসা', নাটকটিতে তিনি যারা চরিত্রে অভিনয় করেছিলেন, এরপর থেকে তিনি অন্যান্য যতগুলো নাটকে অভিনয় করেন সবগুলোতেই তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেন, 'শ্যাহের-এ-আজনবী'তে তিনি ফিজা চরিত্রে, 'হাম তেরে গুনাহগার' নাটকে সেহেরিশ চরিত্র, 'লাফাঙ্গে পরিন্দে'তে রুমানা চরিত্র এবং 'মেরে আপনে'তে তিনি আক্সা চরিত্রে অভিনয় করেন।[১] ২০১৫ সালে তিনি সর্বপ্রথম প্রযোজক সাদিয়া জব্বারের সঙ্গে ইমরান আব্বাস এবং মায়া আলির সঙ্গে একটি রোমান্টিক ধারাবাহিকে অভিনয় করেন। নাটক-সমালোচকেরা ইতিবাচক সাড়া দিয়েছিলেন নাটকটির প্রতি এবং বাণিজ্যিকভাবে ধারাবাহিকটি অনেক সফলতা পেয়েছিলো। এরপর তিনি পারিবারিক নাটক 'বেওয়াফাই তুমহারে নাম'এ সনম চরিত্রে অভিনয় করেন এবং রোমান্টিক নাটক 'দারার'এ তিনি নুসরাত চরিত্রে অভিনয় করেন, এছাড়াও 'তুমহারে সিভা'তে সামরা চরিত্রে অভিনয় করেন।[৫] ২০১৬ সালে পাশা তিনটি টেলিভিশন নাটকে অভিনয় করেন। প্রথমে তিনি বাবর আলির বিপরীতে 'ওয়াফা' নাটকে অভিনয় করেন। এরপর তিনি জুনায়েদ খানের সঙ্গে 'দিল-এ-বেকারার' এবং ইমরান আশরাফের সঙ্গে 'ঝুট' নাটকে অভিনয় করেন। পাশা ইউটিউবে 'ইলাজ ট্রাস্ট' নামের একটি ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন যেটা মানুষের বিষণ্ণতা নিয়ে নির্মিত ছিলো এবং ছয়টি পর্বের ছিলো।[৬] তাকে টেলিভিশনে সর্বশেষ ২০১৯ সালের নাটক 'সুর্খ চাঁদনী'তে দেখা গেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Female newcomers ruling Pakistan entertainment industry | Pakistan Today"www.pakistantoday.com.pk। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  2. Shirazi, Maria। "Catching up with Mansha Pasha"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০১ 
  3. "Aamina Sheikh and Sami Khan starrer drama serial is an intense love story"Daily Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২১। ২০১৮-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  4. Desk, Entertainment (২০১৫-০৪-১০)। "HUM TV Awards 2015: 'Sadqay Tumhare' a clear winner"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  5. Staff, Images (২০১৫-১২-২৩)। "Vote now: Pick your silver screen faves for 2015 in our Pakistani Television Drama Poll!"Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯ 
  6. Jabeen, Yusra (২০১৭-১০-০৩)। "Mansha Pasha's latest PSA encourages men to be better partners in parenting"Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০১ 

বহিঃসংযোগ সম্পাদনা