মনজুরুল আহসান বুলবুল
মনজুরুল আহসান বুলবুল (জন্ম ৩০ নভেম্বর ১৯৫৯) একজন বাংলাদেশি সাংবাদিক নেতা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[১][২]
মনজুরুল আহসান বুলবুল | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সাংবাদিকতা |
কর্মজীবন | ১৯৮৭-বর্তমান |
পিতা-মাতা |
|
পুরস্কার | বাংলা একাডেমি ফেলোশিপ (২০২০) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবুলবুল ১৯৫৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শেরপুরের নালিতাবাড়ীতে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম আমজাদ হোসেন তালুকদার ও মাতা বেগম রওশন আরা।[৩]
কর্মজীবন
সম্পাদনাবুলবুল বর্তমানে ‘টিভি টুডে’ নামক সম্প্রতি অনুমতিপ্রাপ্ত একটি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪] এর পূর্বে তিনি একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কর্মজীবনে বুলবুল এটিএন বাংলা, বৈশাখী টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেন।[৫] ২০১৬ সালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তৎকালীন সভাপতি আলতাফ মাহমুদ মৃত্যুবরণ করার পর এর উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি নির্বাচিত হন।[৬] আলতাফ মাহমুদের পূর্বেও টানা দুই মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।[৬]
সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমি ফেলোশিপ (২০২০)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ "৭ বিশিষ্ট ব্যক্তি পেলেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ ক খ "বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য"। বাংলাদেশ প্রেস ক্লাব। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ "আসছে আরো একটি টিভি চ্যানেল"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ "মঞ্জুরুল আহসান বুলবুল" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)। ৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ ক খ "মনজুরুল আহসান বুলবুল তৃতীয়বারেরমত বিএফইউজে সভাপতি নির্বাচিত"। বিডিনিউজ২৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।