কেন্দ্রীয় দারফুর রাজ্য (আরবি: ولاية وسط دارفور, প্রতিবর্ণীকৃত: Wilāyat Wasaṭ Dārfūr) সুদানের একটি রাজ্য এবং দারফুর অঞ্চল নিয়ে গঠিত পাঁচটির এলাকার একটি। বৃহত্তর দারফুর অঞ্চলে চলমান শান্তি প্রক্রিয়ার ফলস্বরূপ এটি জানুয়ারী ২০১২-এ প্রতিষ্ঠা করা হয়েছিল।[২] রাজ্যের রাজধানী জালিঙ্গেই। এই রাজ্যটি পশ্চিম দারফুর এবং দক্ষিণ দারফুর রাজ্যের অন্তর্ভুক্ত ভূমি থেকে গঠিত হয়েছিল।

কেন্দ্রীয় দারফুর রাজ্য
ولاية وسط دارفور
রাজ্য
কেন্দ্রীয় দারফুর রাজ্যের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
সুদানে অবস্থান
সুদানে অবস্থান
দেশ সুদান
অঞ্চলদারফুর
রাজধানীজালিঙ্গেই
সরকার
 • গভর্নরইউসিফ তিবিন
আয়তন
 • মোট৩৭,১১৪ বর্গকিমি (১৪,৩৩০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)
 • মোট২৪,৯৯,০০০ [১]

জেলা সম্পাদনা

 
নের্তিতিতে ট্রাক
  • জালিঙ্গেই
  • আজুম
  • ওয়াদি সালিহ
  • মুখজার
  • উম্মে দুখুন
  • নের্তিতি
  • রোকোরো
  • বিন্দিসি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dabanga Sudan" 
  2. "Archived copy"। ফেব্রুয়ারি ২৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১২