মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ নামেও পরিচিত) টাঙ্গাইল জেলার একটি স্কুল ও কলেজ। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ২৫০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
![]() | |
![]() | |
অবস্থান | |
![]() | |
তথ্য | |
ধরন | বেসরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
প্রতিষ্ঠাতা | মোঃ আলহাজ্ব নূর রহমান |
বিদ্যালয় কোড | ৪২০৭০৫১৩০২ ও ৪৫০২ |
ইআইআইএন | ১১৪৪৬০ |
শিক্ষকমণ্ডলী | ২৯+১৬[২] |
শিক্ষার্থী সংখ্যা | ১৯৩৬[২] |
ভাষা | বাংলা |
শ্রেণিকক্ষ | ৪৩[২] |
শিক্ষায়তন | ৪.০৬ একর[২] |
ইতিহাস
সম্পাদনামোঃ আলহাজ্ব নূর রহমান ১৯৭২ সালের ২৮ই আগস্ট বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[১] ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতির আওতায় অগ্রসরমান বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতিপ্রপ্ত মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাম নিয়ে কলেজ হিসাবেও আত্মপ্রকাশ করে।[১] প্রথম ১৯৭৬ সালে এস,এস,সি এবং ১৯৯৭ সালে এইস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অবস্থান
সম্পাদনাএটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা সদরের পৌরসভা এলাকায় টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর জেলাকে সংযুক্তকারী সড়কের পাশে বংশাই নদীর তীরে অবস্থিত।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাপ্রকাশনা
সম্পাদনামধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় "জাগরণ" নামে একটি বৎসরিক সাহিত্য সাময়িকী প্রকাশ করে। এতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের লিখা ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি যুক্ত থাকে।
স্থিরচিত্র
সম্পাদনা-
কলেজ ভবন
-
কলেজ শাখার ছাত্রাবাস
-
স্কুলের নতুন ভবন
-
বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠানে অধ্যক্ষ (বাঁ থেকে ১ম), প্রতিষ্ঠাতা (বাঁ থেকে ৩য়) ও নাট্যকার মামুনুর রশীদ
-
শিক্ষক বাহাজ উদ্দিন ফকির।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ http://web01.grameen.com/gc/vcip/database/education.html#shahid/%7C আর্কাইভইজে আর্কাইভকৃত ২৯ জুন ২০১৩ তারিখে Shahid Smrity High School & College
বহিঃসংযোগ
সম্পাদনা- "জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১০ : সুন্দরগঞ্জ ও মধুপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষে"। ৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২।
- "মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য : জিপিএ ৫ পেয়েছে ১০১, পাশের হার শতভাগ"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "দেশের ইলেকট্রনিক মিডিয়া ব্যাঙের ছাতা: খাদ্যমন্ত্রী | ঢাকা ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যসোসিয়েশন অব মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মধুপুরে বিক্ষোভ মিছিল"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]