মতিলাল ধর

ভারতীয় রসায়নবিদ

মতিলাল ধর (২২ অক্টোবর ১৯১৪ - ২০ জানুয়ারী ২০০২)[১] ছিলেন ভারতের একজন বিশিষ্ট ওষুধ রসায়নবিদ এবং বিজ্ঞান প্রশাসক।

মতিলাল ধর
১৪তম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২ ফেব্রুয়ারি ১৯৭৭ – ১৫ ডিসেম্বর ১৯৭৭
নিয়োগদাতাফখরুদ্দিন আলি আহমেদ
পূর্বসূরীকালু লাল শ্রীমালী
উত্তরসূরীহরি নারায়ণ

কর্মজীবন সম্পাদনা

১৯৬০ থেকে ১৯৭২ সালে অবসর নেওয়া পর্যন্ত মতিলাল ধর লখনউয়ের কেন্দ্রীয় ঔষধ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনিই একমাত্র কাশ্মীরি পণ্ডিত যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বি.এইচ.ইউ.)-এর উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করেছেন।[২][৩]

বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ১৯৭১ সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Kashmir Education, Culture and Science Society (Regd.)"। ১৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২ 
  2. Moti Lal Dhar
  3. "Prominent Kashmiri people"। ১৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২