মঞ্জুলা

ভারতীয় অভিনেত্রী

মঞ্জুলা (১৯৫৩-২০১৩) ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী ছিলেন। তামিল ভাষার চলচ্চিত্র ছাড়াও তিনি তেলুগু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করতেন।[]

মঞ্জুলা
জন্ম(১৯৫৩-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯৫৩
মৃত্যু২৩ জুলাই ২০১৩(2013-07-23) (বয়স ৫৯)
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৬৯-২০১৩
দাম্পত্য সঙ্গীবিজয়কুমার

মঞ্জুলা সর্বপ্রথম জেমিনি গণেশন এবং কাঞ্চনা অভিনীত চলচ্চিত্র শান্তি নীড়ায়ম (১৯৬৯) এ উঠতি বয়সী তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন। এমজিআর অভিনীত রিকশাকারান (১৯৭১) এ তিনি তার ক্যারিয়ারের প্রথম নায়িকার ভূমিকায় ছিলেন।[]

১৯৭৬ সালে অভিনেতা বিজয়কুমারকে মঞ্জুলা বিয়ে করেন, তাদের তিন কন্যা হয়েছিলো।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dorairaj, S (২০০৬-০২-০৮)। "Actor Vijayakumar returns to AIADMK"Online editionThe Hindu। ২০০৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৪ 
  2. "Southern industry in shock at actress Manjula Vijaykumar's sudden death"। Indian Express। ২০১৩-০৭-২৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬ 
  3. Special Correspondent (২০১৩-০৭-২৩)। "Yesteryear actor Manjula dead"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৬