মঙ্গুভাই সি. প্যাটেল

ভারতীয় বিধানসভার সদস্য

মঙ্গুভাই সি. প্যাটেল গুজরাতের ভারতীয় জনতা পার্টির নেতা। তিনি ২০১৪ সালে গুজরাত বিধানসভার কার্যনির্বাহী স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি গুজরাত সরকারের মন্ত্রিসভার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। [১] প্যাটেল নওসারি জেলা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [২][৩]

মঙ্গুভাই সি প্যাটেল (বাম) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Gujarat Vidhan Sabha"। gujaratassembly.gov.in। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১১ 
  2. Mangubhai Patel is Deputy Speaker of Gujarat Assembly | DeshGujarat
  3. Mangubhai C Patel(Bharatiya Janata Party(BJP)):Constituency- NAVSARI(Navsari) - Affidavit Information of Candidate: