যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে। ভোল্টমিটার হল বর্তনীর সঙ্গে সঙ্গে সমান্তরালে যুক্ত একটি উচ্চ রোধবিশিষ্ট যন্ত্র।

ভোল্টমিটার

ভোল্টমিটার নকশা চিহ্ন সম্পাদনা

ভোল্টমিটারের চিহ্ন এই বর্তনী নকশার উদাহরণে দেখানো হয়েছে। একটি ভোল্টমিটার (V) এবং একটি অ্যামিটার (A) এর সাহায্যে একটি সহজ সারিবদ্ধ বর্তনীর ভোল্ট এবং তড়িৎ প্রবাহ পরিমাপ করা হচ্ছে।