ভোলু দ্য এলিফ্যান্ট (হাতি) হল ভারতীয় রেলওয়ের ম্যাসকট, এক হাতে সবুজ আংটি পরে একটি সংকেত বাতি ধারণ করা একটি হাতির কার্টুন হিসাবে উপস্থাপন করা হয়েছে। এটি প্রাথমিকভাবে ভারতীয় রেলওয়ের ১৫০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানের জন্য ডিজাইন করা হয়েছিল এবং ১৬ এপ্রিল ২০০২ তারিখে ব্যাঙ্গালোরে উন্মোচন করা হয়েছিল। ২০০৩ সালে, ভারতীয় রেলওয়ে স্থায়ীভাবে ভোলুকে তার অফিসিয়াল মাসকট হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নেয়।[১] একটি ভারতীয় মুদ্রার পিছনে ভোলুর একটি প্রতিনিধিত্ব স্থাপন করা হয়েছিল।[২]

ভোলু

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bholu the Railways mascot unveiled"The Times of India। ১৬ এপ্রিল ২০০২। ৩ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৩ 
  2. "Commemorative currency"। Indian Government। ১ সেপ্টেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৩