ভেস্ট-টেলিমার্ক ব্লাদ

ভেস্ট-টেলিমার্ক ব্লাদ একটি নরওয়েজীয় সংবাদপত্র, নরওয়ের কোভিটিসিডে প্রকাশিত এবং ভেস্ট-টেলিমার্ক জেলা জুড়ে বিস্তৃত। পত্রিকাটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম সম্পাদক ছিলেন টোরে স্কা্উগ । পত্রিকাটি প্রতি সপ্তাহে তিন দিন প্রকাশিত হয়। ২০০৮ সালে এর প্রচলন ছিল ৫,৫৩০ অনুলিপি। [] []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Store norske leksikon (Norwegian ভাষায়)। 
  2. Norske aviser fra A til Å (Norwegian ভাষায়)।