ভেন্টা (নদী)

লাতভিয়ার নদী

ভেন্টা (লাটভিয়ান উচ্চারণটেমপ্লেট:IPA-lv , লিথুয়ানিয়ান[venˈta] (শুনুন) </img> , জার্মান: Windau , পোলীয়: Windawa , Livonian Vǟnta joug ) উত্তর-পশ্চিম লিথুয়ানিয়া এবং পশ্চিম লাটভিয়ার একটি নদী । এর উৎপত্তিস্থল লিথুয়ানিয়ান শিয়াউলিয়াই কাউন্টির Kuršėnai- এর কাছে। এটি লাটভিয়ার ভেন্টসপিলে বাল্টিক সাগরে গিয়ে পড়েছে।[১]

ভেন্টা
কুলদিগাতে ভেন্টা নদী।
অবস্থান
দেশলাতভিয়া (67%), লিথুনিয়া (33%)
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানউজভেন্টিস, লিথুয়ানিয়া
মোহনা 
 • অবস্থান
Baltic Sea at Ventspils, Latvia.
দৈর্ঘ্য৩৪৬ কিমি (২১৫ মা) (১৭৮ কিমি অথবা ১১১ মা in Latvia)
অববাহিকার আকার১১,৮০০ কিমি (৪,৬০০ মা)
নিষ্কাশন 
 • গড়৪৪ মি/সে (১,৬০০ ঘনফুট/সে)

ভেন্টা নদীর অববাহিকায় লিথুয়ানিয়ার ভূখণ্ডে যে শহরগুলি রয়েছে তা হল Užventis, Kuršėnai, Venta, Viekšniai এবং Mažeikiai . লাটভিয়ায় কুলদিগা, পিলটেন এবং ভেন্টসপিল শহরগুলি ভেন্টা নদীর উপর অবস্থিত।

ইউরোপের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত ভেন্টা র‌্যাপিড জলপ্রপাত এই নদীর উপরই অবস্থিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Venta River"Mapcarta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮