ভূপেন হাজারিকা সেতু

আসাম প্রদেশের সেতু, ভারত

ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু হল পূর্ব ভারতের আসাম রাজ্যে লোহিত নদীর উপর নির্মিত একটি সেতু। এটি ভারত তথা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতুর।[][][] ঢোলা থেকে সাদিয়া পর্যন্ত ৯ কিলোমিটারের বেশি দৈর্ঘ্য জুড়ে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপরে তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু। এই সেতু প্রতিবেশী দুই রাজ্য অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে।

ভূপেন হাজারিকা সেতু
ভূপেন হাজারিকা সেতুর অংশ
স্থানাঙ্ক২৭°৪৭′৫৫″ উত্তর ৯৫°৪০′৩৪″ পূর্ব / ২৭.৭৯৮৬১° উত্তর ৯৫.৬৭৬১১° পূর্ব / 27.79861; 95.67611
বহন করেমোটরযান
অতিক্রম করেলোহিত নদী
স্থানঢোলা-সাদিয়া, তিনসুকিয়া, ভারত
রক্ষণাবেক্ষকসড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক
নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড
বৈশিষ্ট্য
নকশাবিম সেতু
মোট দৈর্ঘ্য৯.১৫ কিলোমিটার (৫.৬৯ মাইল)
প্রস্থ১২.৯ মিটার (৪২ ফুট)
দীর্ঘতম স্প্যান৫০ মিটার (১৬০ ফুট)
স্প্যানের সংখ্যা১৮৩
ইতিহাস
নির্মাণ শুরুনভেম্বর ২০১১
নির্মাণ শেষ১০ মার্চ ২০১৭
চালু২৬/০৫/২০১৭ (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুর উদ্ভোধন করেন)
অবস্থান
মানচিত্র

অসমের রাজধানী গুয়াহাটি থেকে সাদিয়ার দূরত্ব ৫৪০ কিলোমিটার। অন্য দিকে, অরুণাচলের রাজধানী ইটানগর থেকে ঢোলার দূরত্ব ৩০০ কিলোমিটার। এই সেতুর সুবাদে দুই রাজ্যের মধ্যে সড়কপথের যাতায়াত আরও সহজ হয়েছে। অরুণাচলে কোনও বিমানবন্দর নেই। এই সেতু চালুর ফলে অসম থেকে অরুণাচল পর্যন্ত চার ঘণ্টায় পৌঁছানো যায়। মুম্বইয়ের বিখ্যাত বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ সেতুর থেকে ৩০ শতাংশ বেশি দীর্ঘ এই সেটি। এই সেতুটি বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ সেতুর চেয়ে প্রায় ৩.৫৫ কিলোমিটার বেশি দীর্ঘ।[]

২০১১ সালে শুরু হয়েছিল এই সেতু তৈরির কাজ। খরচ হয়েছে ৯৫০ কোটি রুপি। সাধারণ মানুষসহ সেনাবাহিনীর কাছেও এই সেতুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অরুণাচলের উত্তর দিকে রয়েছে চিন সীমান্ত। ফলে এই অঞ্চল থেকে দেশের মূলভাগের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢোলা-সাদিয়া সেতু। ঢোলা-সাদিয়া সেতুর যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতির জন্য ২০১৫ সালে ১৫,০০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।

নির্মাণ

সম্পাদনা

স্থানীয় জনগণের দাবির পর ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় ২০০৩ সালের আগস্ট মাসে প্রকল্পটির একটি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করে। ২০০৯ সালের জানুয়ারী মাসে সড়ক ও মহাসড়কের অরুণাচল প্রদেশ প্যাকেজের অংশ হিসাবে ভারত সরকারের অর্থায়নে সেতুটি নির্মাণের জন্য অনুমোদিত হয়েছিল[]

নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব হিসাবে ২০১১ সালের নভেম্বর মাসে সেতুটির নির্মাণ শুরু হয়েছিল, সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালে। যাইহোক, নির্মাণ বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির কারণে, ২০১৭ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়[][]

প্রকল্পটির ব্যয় প্রায় ₹১,০০০ কোটি (২০২৩ সালে ₹১৪ বিলিয়ন বা $১৬৮ মিলিয়নের সমতুল্য) এবং নির্মাণ শেষ হতে পাঁচ বছরের বেশি সময় লেগেছিল[]। এটি মুম্বাইয়ের বান্দ্রা ওয়ারলি সি লিঙ্কের চেয়ে ৩.৫৫ কিলোমিটার (২.২১ মাইল) দীর্ঘ, এটি ভারতের দীর্ঘতম সেতুতে পরিণত হয়েছে[]

সেতুটি ২৬ মে ২০১৭-তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নিতিন গড়করি (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী) উদ্বোধন করেছিলেন। আসামের একজন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করা হয়েছে[১০]

বৈশিষ্ট্য

সম্পাদনা
  • দৈর্ঘ্য: ৯.১৫ কিলোমিটার (৫.৬৯ মা)
  • প্রস্থ: ১২ মিটার (৩৯ ফু)
  • স্প্যান সংখ্যা: ১৮৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Longest bridge in India provides a quick link to LAC" 
  2. "The mighty Brahmaputra is the biggest hurdle to the country's longest bridge" 
  3. "ভারতের দীর্ঘতম 'ঢোলা সাদিয়া'"। ৪ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭ 
  4. Longest bridge in India provides a quick link to LAC
  5. "How PM Modi fulfilled Vajpayee's 'dream' to build India's longest Bhupen Hazarika Bridge between Dhola, Sadiya in Assam"The Financial Express। ২৬ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৭ 
  6. "A bridge too far"The Telegraph (Calcutta)। ৭ এপ্রিল ২০১৫। ২৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  7. "Development in North East"pib.nic.in 
  8. "3 years of Narendra Modi government: India's longest bridge to be called Bhupen Hazarika Bridge, says PM Modi"। Business Today India। ২৬ মে ২০১৭। ২৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭Its construction started in 2011. The approximate cost of the project is said to be around Rs 10 billion. 
  9. "Longest bridge in India provides a quick link to LAC"। ৪ মে ২০১৫। 
  10. Bhaumik, Subir (২৬ মে ২০১৭)। "India opens longest bridge on China border"BBC News। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৭