ভীতি
অনুভূত বিপদ বা হুমকি কারণে প্ররোচিত আবেগ
ভবিষ্যতে কোনো অশুভ বা বিপদের আশঙ্কা অথবা বেদনার অনুভূতির আগাম চিন্তা করে মানসিক যে অস্বস্তির সৃষ্টি হয় তা হলো ভয় বা ভীতি। ভয়ের কারণে মানুষ যেকোনও উদ্যোগে দ্বিধাগ্রস্ত হয়, ভয়ের ব্যাপারে অন্যতম মুসলিম দার্শনিক শাহ্ ফরিদ আল আহমাদী বলেছেন, গোটাসৃষ্টি জগতের ভিতরে সকল প্রাণীর অন্তরে ভয় নামক অনুভূতি আছে। প্রত্যেক প্রাণীই মৃত্যুকে বা বিপদ আপদকে ভয় পায়।
ব্যাখাসম্পাদনা
কারণসমূহসম্পাদনা
হাত-পা কাঁপা, বুক ধরফর করা, এলোমেলো কথা বলা।
হাত-পা কাঁপা, বুক ধরফর করা, এলোমেলো কথা বলা।
বহিঃসংযোগসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
উইকিঅভিধানে ভীতি শব্দটি খুঁজুন।
উইকিমিডিয়া কমন্সে ভীতি সংক্রান্ত মিডিয়া রয়েছে।