ভি জি প্যাটেল

ভারতীয় লেখক

ডঃ বিহারিদাস গোপালদাস প্যাটেল (ভি জি প্যাটেল নামে পরিচিত) ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

রাষ্ট্রপতি, প্রণব মুখোপাধ্যায় ৩০ শে মার্চ, ২০১৩, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি বেসামরিক বিনিয়োগ অনুষ্ঠানে ডঃ বিহারিদাস গোপালদাস প্যাটেলকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করছেন।

ডঃ ভি জি প্যাটেল তাঁর জীবদ্দশায় অনেক উদ্যোক্তার অনুপ্রেরণা ছিলেন।

তাঁর লিখিত বইয়ের মধ্যে রয়েছে দ্য সেভেন বিজনেস ক্রাইসিস অ্যান্ড হাউ টু বিট দেম (পুনরায় প্রকাশের সময় হয়েন দ্য গোয়িং গেটস টাফ),[১] ম্যানেজিং ইন্ডিয়াস স্মল ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি ( ভি পাদমানন্দের সাথে),[২] এবং ভারতে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেভ্যানস টু ডেভেলপিং কান্ট্রিজ

তিনি ২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

ডঃ ভিজি প্যাটেল ২০১৪ সালের ৪ এপ্রিল মারা গেছেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. D. Murali (৩ নভেম্বর ২০০৭)। "Apply money to your own unique path"The Hindu। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০ 
  2. D. Murali (৩ জুলাই ২০০৪)। "Survival of the small enterprise is too serious to be left to politicians"Business Line। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Wilson, Frank Arnal (১৯৯৭)। Towards sustainable project development। E. Elgar। পৃষ্ঠা 199আইএসবিএন 978-1-85898-430-8