ভি. কে. বি. নায়ার
ভি. কে. বি. নায়ার (জন্ম: ১৯৪৭) ২৮ জুন ২০০৩ - ১১ জানুয়ারী ২০০৫ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশের প্রধান ছিলেন। তিনি মেধাবী সেবার জন্য ভারতীয় পুলিশ পদক এবং বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক লাভ করেন। তিনি ১৯৭১ ক্যাডারের একজন আইপিএস অফিসার। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sharma, Aman (১ অক্টোবর ২০০৪)। "Crimes may mean punishment for DGP"। The Indian Express। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১০।