অরুণোদয় বিমলা (জন্ম: ১৯৬৪) ভিমালাক্কা (তেলুগু: విమలక్క) নামেই বেশি পরিচিত। তিনি একজন তেলুগু কবি বা ছড়াকার এবং সমাজকর্মী। তার একটি লোকসঙ্গীতের দল রয়েছে যা অরুণোদয় সংস্কৃতিক সমাখ্যা (এসিএফ) নামে পরিচিত।[] এছাড়াও তিনি তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য তৈরি একটি যৌথ অ্যাকশন কমিটির প্রধান।

ভিমালাক্কা
নির্বাচনী এলাকাআলেরু
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)
কলানপুকা, আলেরু, নালগন্ডা, তেলেঙ্গানা
রাজনৈতিক দলতেলেঙ্গানা ইউনাইটেড ফ্রন্ট (টিইউএফ)
বাসস্থানহায়দ্রাবাদ, তেলেঙ্গানা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ভিমালাক্কা নালগন্ডা জেলার আলের গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম নরসাম্য। তার পিতা বান্দ্রু নরসিমায্য একজন তেলুগু বিপ্লবী যিনি তেলেঙ্গানা বিদ্রোহে অংশগ্রহণ করেন। তিনি কুরমা সম্প্রদায়ের কন্যা। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তিনি ভঙ্গীর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তেলেঙ্গানা বিদ্রোহে ভিমালাক্কার বাবার জড়িত থাকার ব্যাপারটি ভিমালাক্কাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। রাম সত্তাইয়ার নামক একজন সংস্কৃতি কর্মীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অল্প বয়সেই সঙ্গীত চর্চা করতে শুরু করেছিলেন। তিনি যোগিনী প্রথার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। এছাড়াও তিনি নাগরিক অধিকার এবং নারী অধিকার নিয়ে কাজ করতেন।

সেই ১৯৯৫ সাল থেকেই তিনি তেলেঙ্গানাকে রাজ্যের মর্যাদা দেওয়ার পক্ষে লড়াই করে আসছেন।[] এখন তিনি লোকসঙ্গীত অনুষ্ঠান, তেলঙ্গানার ধুম-ধামবাথুকম্ম সহ বিভিন্ন লোকজ উৎসব আয়োজন করার জন্য তেলঙ্গানার বিভিন্ন জেলায় ভ্রমণ করে থাকেন।[]

তিনি ভারতীয় বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম) জনশক্তির নেতা কূরা দেবেনদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভিমালাক্কা অরুণোদয় কালচারাল ফেডারেশন (এসিএফ) নামক একটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ছিলেন। এই সংস্থা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তেলঙ্গানা রাজ্য গঠনের পক্ষে জনমত তৈরিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফেডারেশনটির সহ-সভাপতি মোহন বৈরাগী সাধারণত এসব অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের আন্দোলন চলাকালে পুলিশ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করে।[স্পষ্টকরণ প্রয়োজন] তার সাংস্কৃতিক সংগঠনের সহকর্মী- মোহন বৈরাগী, সন্তোষ, ভেঙ্কট, মল্লু এবং অন্যদের সাথে তিনিও চার মাস কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। বর্তমানে তিনি তার সংস্থা তেলাঙ্গানা ইউনাইটেড ফ্রন্ট (টিইউএফ) এর চেয়ারপার্সন হিসেবে সমাজিকা তেলঙ্গানার জন্য কাজ করছেন।

২০১৯ সালের ৩১ জানুয়ারি ভিমালাক্কার শাশুড়ি কূরা মল্লামার ১০১ বছর বয়সে তেলঙ্গানার ভেমুলাওয়াদা রাজনা সিরিসিল্লা জেলায় মৃত্যুবরণ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Oct 27, TNN |; 2010; Ist, 20:54। "Gaddar unveils TPF flag | Hyderabad News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯ 
  2. "Namasthe Telangana e Paper | e Paper ntnews"epaper.ntnews.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯ 
  3. "Name panel for creation of Telangana, says MLC"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১০-০২-০৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৯