ভিনসেঞ্জ কোলার
অস্ট্রীয় পতঙ্গবিশারদ
ভিনসেঞ্জ কোলার (১৫ জানুয়ারী ১৭৯৭ - ৩০ মে ১৮৬০)[১] ছিলেন একজন অস্ট্রিয় কীটতত্ত্ববিদ। তিনি ডিপ্টেরা বর্গভুক্ত পতঙ্গের একজন বিশেষজ্ঞ ছিলেন।[২]
ভিনসেঞ্জ কোলার | |
---|---|
জন্ম | ক্রানোভাইস (সিলেসিয়া), এখন ক্রজানোভিস | ১৫ জানুয়ারি ১৭৯৭
মৃত্যু | ৩০ মে ১৮৬০ | (বয়স ৬৩)
পরিচিতির কারণ | ডিপ্টেরা বর্গভুক্ত পতঙ্গের বিশেষজ্ঞ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কীটতত্ত্ববিদ্যা |
জন্ম
সম্পাদনাভিনসেঞ্জ কোলার ১৭৯৭ সালের ১৫ জানুয়ারী ক্রানোভাইস (সিলেসিয়া) এখন ক্রজানোভিসে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
সম্পাদনাভিনসেঞ্জ কোলারের আগ্রহের বিষয় ছিল সেই সব প্রজাতি নিয়ে যেগুলির অর্থকরী দিক রয়েছে। বিশেষ করে বন্য প্রজাতি নিয়ে তার আগ্রহ ছিল। কোলার অনেক নতুন প্রজাতির বর্ণনা দিয়েছেন। তিনি ভিয়েনার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কিউরেটর ছিলেন। বিভিন্ন তিনি অভিযানে সংগৃহীত পোকামাকড় নিয়ে তিনি প্রধানত কাজ করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ১৮১৭ থেকে ১৮৩৫ সালের অস্ট্রিয় ব্রাজিল অভিযান।
মৃত্যু
সম্পাদনা১৮৬০ সালের ৩০ মে ভিয়েনায় এই অস্ট্রিয় কীটতত্ত্ববিদের জীবনাবসন হয়।