ভিডিওটেলিফোনি
ভিডিওটেলিফোনি এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে দু বা ততোধিক লোক একই সাথে ভিডিও এবং অডিও আদান-প্রধানের মাধ্যমে সরাসরি কথা বলেতে পারে।এই প্রযুক্তিতে সবাই সবাইকে দেখতে পারে এবং সবাই সবার কথা শুনতেও পারে।
এই প্রযুক্তি এখন সরকারি কাজ হতে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সরাসরি খবর সরবারহের ক্ষেত্রে, খেলাধুলাসহ আরও বিভিন্ন জাগায় ব্যবহার হচ্ছে। অনেক স্থানে যারা বধির বা কানে শুনেনা অথবা কথা বলতে পারেনা তাদেরকে সাইন ভাষায় এই প্রযুক্তিতে শিক্ষাদান করানো হয়। ভিডিওটেলিফোনির মাধ্যমে এখন বিচার কার্যক্রমও সম্পন্নও করা হয় একে বলা হয় ই-কোর্ট, এই ক্ষেত্রে বিচারক তার জায়গায় বসেই বিচার প্রার্থীদের এবং আসামীদের দেখতে পারেন ও তাদের সাথে কথাও বলতে পারেন। এমনকি সরকার তার গণভবনে বসেই বিভিন্নও এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার সমাধানের প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে পারেন।
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ভিডিওটেলিফোনি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |