ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল
ভিওআইপি (ইংরেজি: Voice over IP) এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol (VoIP)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম। মোবাইল দিয়ে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে কথ বলা এমনকি একই দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে কথা বলার ক্ষেত্রে ভিওআইপি ব্যবহূত হয়। আর এজন্য অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। এ পদ্ধতিতে দেশ থেকে বিদেশে কথা বললে অরিজিনেশন এবং বিদেশ থেকে কথা বললে টারমিনেশন হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশ থেকে অন্য দেশে (অরিজিনেশন) কল করলে ইন্টারনেটের খরচসহ ঐ দেশের লোকাল কল মূল্য বা কোনো দেশে যদি লোকাল কলের মূল্য না থাকে তবে ফ্রি কল করা যায়। এতে নামমাত্র ইন্টারনেট বিল আসে। বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন ভিওআইপি সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, স্কাইপ[১], ভাইবার, গুগল টক, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো, ফেসবুক। এসব সফটওয়্যারের মাধ্যমে অডিও কল বা ভিডিও কল অথবা উভয়ই করা সম্ভব। স্মার্টফোন[২][৩], ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ এমনকি ইন্টারনেটের সাথে যুক্ত যন্ত্রাংশের মাধ্যমে ভিওআইপি কল করা সম্ভব। কল এবং মেসেজ থ্রিজি কিংবা ওয়াই-ফাইয়ের মাধ্যমে করা হয়। [৪]
প্রোটোকলসমূহ
সম্পাদনাভিওআইপি কল বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে করা সম্ভব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- এইচ.৩২৩ (H.323)
- মিডিয়া গেটওয়ে কন্ট্রোল প্রোটোকল বা এমজিসিপি। (Media Gateway Control Protocol/ MGCP)
- সেশন ইনিশিয়েশন প্রোটোকল বা সিআইপি। (Session Initiation Protocol /SIP)
- এইচ.২৪৮ (H.248) যা মিডিয়া গেটওয়ে কন্ট্রোল নামে পরিচিত। (Media Gateway Control / Megaco)
- রিয়েল-টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল বা আরটিপি। (Real-time Transport Protocol/ RTP)
- রিয়েল-টাইম ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল বা আরটিসিপি। (Real-time Transport Control Protocol/ RTCP)
- সিকিউর রিয়েল-টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল বা এসআরটিপি। (Secure Real-time Transport Protocol/ SRTP)
- সেশন ডেস্ক্রিপসন প্রোটোকল বা এসডিপি। (Session Description Protocol/ SDP)
- ইন্টার-অ্যাস্টারিস্ক এক্সচেঞ্জ বা আইএএক্স (Inter-Asterisk eXchange/ IAX)
- জিঙ্গল প্রোটোকল। Jingle (protocol)| জিঙ্গল XMPP ভিওআইপি এক্সটেনশন।
- স্কাইপি প্রোটোকল।
- টীমস্পিক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Skype For Business"। skype.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৬।
- ↑ "WIRELESS: Carriers look to IP for back haul"। www.eetimes.com। EE Times। Archived from the original on ৯ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৫।
- ↑ "Mobile's IP challenge"। www.totaltele.com। Total Telecom Online। Archived from the original on ১৭ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৫।
- ↑ Booth, C (২০১০)। "Chapter 2: IP Phones, Software VoIP, and Integrated and Mobile VoIP"। Library Technology Reports। 46 (5): 11–19।