ভাষাবিজ্ঞান উপক্রমণিকা

ভাষাবিজ্ঞান উপক্রমণিকা অসমীয়া ভাষাবিষয়ক গ্রন্থ৷ লেখক অর্পণা কোঁয়র৷ প্রথম প্রকাশ হয় ২০০২ সালে৷ প্রকাশক বনলতা৷[১] গ্রন্থটিতে ভাষার তাৎপর্য, ভাষা অধ্যয়নের প্রয়োজনীয়তা, ভাষাচর্চা এবং অধ্যয়নের ইতিহাস, ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, ভাষাবিজ্ঞানের পরিধি, ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, বর্ণবিজ্ঞান, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ভাষার পরিবর্তন ইত্যাদি বিষয়সমূহের বিষয়ে বর্ণনা করা হয়েছে।

ভাষাবিজ্ঞান উপক্রমণিকা
লেখকঅর্পণা কোঁয়র
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনভাষাবিষয়ক গ্রন্থ
মিডিয়া ধরনমুদ্রণ

তথ্যসূত্র সম্পাদনা

  1. অর্পণা কোঁয়র (২০১২)। ভাষাবিজ্ঞান উপক্রমণিকা। বনলতা।