ভালোবাসার রাজকন্যা
ভালোবাসার রাজকন্যা হল একটি আসন্ন বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজু আলীম এবং চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন অরুণ চৌধুরী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র। চলচ্চিত্রটি রাজু আলীম পরিচালিত প্রথম চলচ্চিত্র।
ভালোবাসার রাজকন্যা | |
---|---|
পরিচালক | রাজু আলীম |
প্রযোজক | ইমপ্রেস টেলিফিল্ম |
চিত্রনাট্যকার | অরুণ চৌধুরী |
কাহিনিকার | অরুণ চৌধুরী |
শ্রেষ্ঠাংশে | মৌসুমী হামিদ শিপন মিত্র |
মুক্তি | ১২ আগস্ট ২০১৯ |
স্থিতিকাল | ১১০ মিনিট[১][২] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- মৌসুমী হামিদ
- শিপন মিত্র
- আবিদ রেহান
- ফারজানা চুমকি
- কাজী রাজু
- মিলি বাশার
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৯ সালের ৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঈদে আসছে রাজু আলীমের প্রথম ছবি 'ভালোবাসার রাজকন্যা'"। চ্যানেল আই। ১৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "ঈদে মুক্তি পাচ্ছে 'ভালোবাসার রাজকন্যা'"। কালের কণ্ঠ। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "শুক্রবার মুক্তি পাচ্ছে রাজু আলীমের 'ভালোবাসার রাজকন্যা'"। চ্যানেল আই। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।