ভার্ডে ইন্ডিপেন্ডেন্ট

ভার্ডে ইন্ডিপেন্ডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কটনউড শহর থেকে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্র। এটি ১৯৮৮ সালে রিচার্ড ব্রান প্রতিষ্ঠা করেছিলেন। [১]

ভার্ডে ইন্ডিপেন্ডেন্ট
ধরনসাপ্তাহিক তিনবার
সম্পাদকড্যান ইংলার
প্রতিষ্ঠাকাল১৯৪৮
প্রচলন৩০০০
ওয়েবসাইটwww.verdenews.com


এটি সপ্তাহে তিনবার ওয়েস্টার্ন নিউজ অ্যান্ড ইনফো দ্বারা প্রকাশিত হয়। এটির প্রচলন রয়েছে প্রায় ৩,০০০। [২]

২০১৫ সালে, কাগজটি হালকাভাবে সম্পাদিত শেরিফের অফিসের প্রেস রিলিজের জন্য সমালোচিত হয়েছিল।[৩] কাগজটি বলেছে যে লেবেলিং এবং তদারকির অভাব ছিল ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Killebrew, Helen; Freund, Helga (২০১১)। Cottonwood (ইংরেজি ভাষায়)। Arcadia Publishing। আইএসবিএন 9780738579993 
  2. "Verde Independent"Mondo Times 
  3. "Newspaper: Press Release Masquerading as Marijuana News Story Was "Oversight""Phoenix New Times। ৩ আগস্ট ২০১৫।