ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ড

ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম গণহত্যাকাণ্ড। ১৬ই এপ্রিল, ২০০৭ সালে ভার্জিনিয়া পলিটেকনিক ও স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসীদক্ষিণ কোরীয় নাগরিক চো সাং-হুই এদিন ক্যাম্পাসের পৃথক দুটি ভবনে ৩২ জনকে গুলি করে হত্যা করার পর নিজেও গুলিতে আত্মহত্যা করে।[১][২] চো ছিল বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

গুলি চলাকালীনে আত্মগোপনে কিছু শিক্ষার্থী

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bowman, Robert (মে ২১, ২০০৭)। "Panel receives details, roadblock"Collegiate Times। সেপ্টেম্বর ২২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Potter, Ned; Schoetz, David (এপ্রিল ১৮, ২০০৭)। "Va. Tech Killer Ruled Mentally Ill by Court; Let Go After Hospital Visit"। ABC News। জুলাই ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১, ২০১৪