ভারত চন্দ্র নারাহ হলেন আসামের ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে নওবাইচা আসন থেকে ষষ্ঠ মেয়াদে বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ১৯৮৫-২০১১ পর্যন্ত ঢাকুয়াখানা আসন থেকে পাঁচবার বিধায়ক হয়েছেন। তিনি ১৯৮৫-১৯৮৭, ১৯৮৮-১৯৯০ এবং ২০০১-২০১১ আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তিনি ২০১২-২০১৬ মন্ত্রি পদমর্যাদায় মুখ্যমন্ত্রীর প্রেস পরামর্শদাতা ছিলেন। [১][২] কংগ্রেসে যোগদানের আগে নারাহ অসম গণ পরিষদের সদস্য ছিলেন। তিনি সদৌ আসাম ছাত্র সংস্থার নেতাও ছিলেন। নারাহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং চারবারের কংগ্রেস সাংসদ রানি নারাহ-এর স্বামী। [৩][৪]

তথ্যসূত্র

সম্পাদনা