ভারতের কমিউনিস্ট বিপ্লবীদের ঐক্য কেন্দ্র (মার্ক্সবাদী-লেনিনবাদী) (হরভজন সোহি)

ভারতের কমিউনিস্ট বিপ্লবীদের ঐক্য কেন্দ্র (মার্ক্সবাদী-লেনিনবাদী) [হরভজন সোহি], ইউসিসিআরআই(এমএল) এর একটি বিভক্ত গ্রুপ। জুলাই ১৯৭৭ সাল থেকে পাঞ্জাবের UCCRI(ML) কেন্দ্রীয় কমিটির সদস্য, হরভজন সোহি চীনের কমিউনিস্ট পার্টির থ্রি ওয়ার্ল্ডস তত্ত্বের বিরুদ্ধে সমালোচনা প্রকাশ করতে শুরু করেছিলেন।

ধীরে ধীরে তিনি আলবেনিয়ান পার্টি অফ লেবার এর অবস্থানের কাছাকাছি চলে আসেন। ১৯৭৯ সালের জানুয়ারিতে ইউসিসিআরআই(এমএল) এর পাঞ্জাব স্টেট কমিটি এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে একটি নথি জমা দেয়। বেশিরভাগ সিসি একই বছর এপ্রিলে "ইন সাপোর্ট অফ ডিফারেনটিয়েশন অফ থ্রি ওয়ার্ল্ডস থিওরি" শিরোনামের একটি নথি তৈরি করে প্রতিক্রিয়া জানায়। ২০ সেপ্টেম্বর বিভক্তি একটি সত্য ছিল, এবং পাঞ্জাব রাজ্য কমিটি একটি সমান্তরাল ইউসিসিআরআই(এমএল) গঠন করে।

১৯৮২ সালে হরভজন সোহির নেতৃত্বে ইউসিসিআরআই (এমএল) দুই ভাগে বিভক্ত হয় এবং ভারতের কমিউনিস্ট রেভোলিউশনারিস (মার্ক্সবাদী-লেনিনবাদী) (আজমির গ্রুপ) এর সমান্তরাল ঐক্য কেন্দ্র।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Judge, Paramjit S.. Insurrection to Agitation: The Naxalite Movement in Punjab. Bombay: Popular Prakashan, 1992. p. 144