ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) জনশক্তি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) জনশক্তি, সংক্ষেপে সিপিআই (এমএল) জনশক্তি, ছিল ভারতের একটি কমিউনিস্ট রাজনৈতিক দল। ২০১৩ সালে, সিপিআই (এমএল) জনশক্তি সিপিআইএমএল- এ একীভূত হয়।

আজ দলটি মূলত অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীভূত। দলটি কয়েকটি উপদলে বিভক্ত, যারা সামান্য বা সমন্বয় ছাড়াই কাজ করে। মূল উপদল হল কোরা রাজন্নার নেতৃত্বাধীন দল। COM সুভাষ দলের অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পাদক। দলের সর্বভারতীয় সম্পাদক হলেন সি.এম. মিসরো দল ডালামের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম চালায়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে সিপিআই (এমএল) জনশক্তির ২০০ থেকে ৩০০ সশস্ত্র ক্যাডার রয়েছে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. keralanext.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০০৪ তারিখে