ভাজক কলা
উক্ত টিস্যুটি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এই নিবন্ধে টিস্যুটির বৈশিষ্ট্য, প্রকারভেদ ইত্যাদি বিষয়ে বিশদভাবে লেখা হয়েছে।
ভাজক কোষ দিয়ে ভাজক টিস্যু (Meristematic tissue) গঠিত হয়৷ এই টিস্যুর কোষগুলো বার বার বিভক্ত হয়, ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু হতেই অন্যান্ন স্হায়ী টিস্যু সৃষ্ট হয়৷
বৈশিষ্ট্যসম্পাদনা
- ভাজক টিস্যুর কোষগুলো আকৃতিতে সমান ব্যাসবিশিষ্ট ও আয়তনে খুবই ছোট;
- অপরিণত কোষে গঠিত ভাজক টিস্যু সর্বদাই বিভাজনক্ষম ও মাইটোসিস পদ্ধতিতে বরাবর বিভাজিত হয়;
- কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়;
- পেকটিনওসেলুলোজ নির্মিত এবং পাতলা;
- এই কোষে সাধারণত সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না;
- কোষে ঘন দানাদার সাইটোপ্লাজম ও বড় আকারের নিউক্লিয়াস থাকে;
- কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না থাকলেও আকারে ক্ষুদ্র ও সংখ্যায় অগণিত যাদের প্রো ভ্যাকুওল বলে;
- কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রস্থের প্রায় সমান;
- কোষে বিদ্যমান প্লাস্টিড আদি প্রকৃতির ( প্রো-প্লাস্টিড);
- এ টিস্যু বিপাক হার বেশি বলে কোষে কোনো প্রকার বর্জ্য পদার্থ, সঞ্চিত খাদ্য ও ক্ষরিত পদার্থ থাকে না;
- এই টিস্যু সাধারণত মূল ও কান্ডের অগ্রভাগে অবস্থান করে;
- ভাজক কলার কোষগুলোর মাঝে সাধারণত কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না৷
ভাজককলার প্রকারভেদসম্পাদনা
- উৎপত্তি অনুসারে ৩ প্রকার
- প্রারম্ভিক
- প্রাইমারি
- সেকেন্ডারি
- অবস্থান অনুসারে ৩ প্রকার
- শীর্ষস্থ
- স্থায়ী টিস্যু মধ্যস্থ
- পার্শ্বীয়
- বিভাজন অনুসারে ৩ প্রকার
- মাস
- প্লেট
- রিব
- কাজ অনুসারে ৩ প্রকার
- প্রোটোডার্ম
- প্রোক্যাম্বিয়াম
- গ্রাউন্ড মোরিস্টেম
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ মাধ্যমিক জীববিজ্ঞান