ভাগীরথী ঝুরি

উদ্ভিদের গণ

ভাগীরথী ঝুরি বা ভাগীরথী ঝর্ণা লতা (বৈজ্ঞানিক নাম: Wisteria Sinensis) হলো কাষ্ঠল কান্ড বিশিষ্ট এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ।

ভাগীরথী ঝুরি
ভাগীরথী ঝর্ণা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস e
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
ক্লেড: ইউডিকটস
গোষ্ঠী: রোসিদস
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
উপপরিবার: Faboideae
গোত্র: Millettieae
গণ: Wisteria
Nutt. (1818), nom. cons.

নামকরণ ও ব্যুৎপত্তি

সম্পাদনা

সাধারণ নাম বা বৈজ্ঞানিক নাম

সম্পাদনা

উইস্টেরিয়া (Wisteria) নামটি একদিকে যেমন ইংরেজিতে প্রচলিত তেমনি এই লতার বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস-এ গণের নামও বটে। মার্কিন শারীরবিদ Caspar Wistar-কে সম্মান জানিয়ে এই নামকরণ।

বাংলা নাম: ভাগীরথী ঝুরি

সম্পাদনা

উইস্টেরিয়া (Wisteria) উদ্ভিদের বাংলা নাম 'ভাগীরথী ঝুরি' বা 'ভাগীরথী ঝর্ণা লতা'। এর ফুলের ঝর্ণার মতো বিস্তার ও সৌন্দর্য, স্মরণ করিয়ে দেয় ভাগীরথী গঙ্গার অপূর্ব অবতরণের কাহিনী। পৌরাণিক কথনানুসারে ভক্ত ভগীরথের ডাকে দেবী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নদীরূপে অবতরণ করেছিলেন। তারই প্রতিচ্ছবি এই ঝর্ণা লতা।

উদ্ভিদের বিবরণ

সম্পাদনা
উদ্ভিদের প্রকার উচ্চতা
কাষ্ঠল লতা ২০ থেকে ৩০ ফুট (৬ থেকে ৯ মিটার) পর্যন্ত হতে পারে
রঙ পাপড়ি প্রস্ফুটন
নীল থেকে বেগুনি লম্বা ঝুরি আকৃতির বসন্তকালে ফোটে
প্রকার আকার বিন্যাস
পাখির পালকের মতো মাঝারি থেকে বড় উভমুখী(opposite) বা বিক্ষিপ্ত(whorle)
রং অভ্যন্তরীণ অংশ
মরিচা বা বাদামি শুষ্ক শুঁটি, বীজ থাকে

চাষ ও পরিচর্যা

সম্পাদনা
প্রসারের মাধ্যম সূর্যের আলো জল মাটি আবহাওয়া
কলমে এর মাধ্যমে পূর্ণ সূর্যালোক প্রয়োজন মাটিতে জল জমতে দেবেন না সারযুক্ত ঝুরঝুরে মাটি মৃদু শীত থেকে গ্রীষ্মমন্ডলীয়

প্রাকৃতিক বণ্টন

সম্পাদনা

ভাগীরথী ঝুরি মূলত পূর্ব এশিয়ার উদ্ভিদ এবং এটি বিশ্বব্যাপী বাগানে এবং উদ্যানে চাষ করা হয়। এর সুন্দর এবং সুগন্ধি ফুলের ঝুরি এটিকে বাগানের এক অনন্য সম্পদ করে তোলে।

তথ্যসূত্র

সম্পাদনা