ভাই (লেখক)

সুরিনামি কবি

জেমস রামলাল (২৬ জানুয়ারী ১৯৩৫ - ১৯ ডিসেম্বর ২০১৮) একজন সুরিনামী কবি ছিলেন। তিনি ভাই নামে অধিক পরিচিত।

ভাই
ভাই ১৯৮৭ সালে
জন্ম
জেমস রামলাল

২৬শে জানুয়ারী ১৯৩৫
মৃত্যু১৯ ডিসেম্বর ২০১৮(2018-12-19) (বয়স ৮৩)
জাতীয়তাসুরিনামী
পেশাশিক্ষক, কবি

জীবনী সম্পাদনা

ভাইয়ের জন্ম সাবেক সুরিনাম জেলায়। শিক্ষকতার ডিগ্রি পাওয়ার পর তিনি নেদারল্যান্ডের হারমেলেনের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হন। তিন বছর শিক্ষকতা করেন, এর পরে ছাত্র হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।[১] প্রথমে তিনি ডাচ ভাষা ও সাহিত্য এবং শিক্ষাবিদ্যা অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ভারতীয় দর্শন ও ধর্ম অধ্যয়ন করেন এবং "দ্য প্রবলেম অফ বিয়িং ইন হাইডেগার অ্যান্ড সানকারা"-এর উপর তার ডক্টরেট থিসিস লিখেছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Het eeuwige leven; James 'Bhai' Ramlall 1935-2018"Dagblad Suriname (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২২ 
  2. "Memre: James Ramlal – Parbode Sneak Peek"Parbode (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২২ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Michiel van Kempen, Een geschiedenis van de Surinaamse literatuur. Breda: De Geus, 2003, deel II, pp.814–816.
  • Michiel van Kempen, Surinaamse schrijvers en dichters (Amsterdam: De Arbeiderspers, 1989).

বহিঃসংযোগ সম্পাদনা