ভাই বহেন
হিন্দি ভাষার চলচ্চিত্র
ভাই বহেন ১৯৫০ সালের রাম দারানী পরিচালিত বলিউডের একটি সংগীত চলচ্চিত্র। [১] ছবিটি কৃষ্ণ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছিল এবং শ্যাম সুন্দর সংগীত পরিচালনা করেছিলেন। ছবিটিতে অভিনয় করেছেন গীতা বালি, নিরুপা রায়, প্রেম আদিব, ভারত ভূষণ, গোপি, জীবন ও কোকিল । [২]
ভাই বহেন | |
---|---|
পরিচালক | রাম দারানী |
প্রযোজক | কৃষ্ণ মুভিজ |
শ্রেষ্ঠাংশে | গীতা বলি নিরুপ রায় প্রেম আদিব ভারত ভূষণ গোপি |
সুরকার | শ্যাম সুন্দর |
মুক্তি | ১৯৫০ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- গীতা বালি
- ভারত ভূষণ
- নিরুপা রায়
- প্রেম আদিব
- গপি
- জীবন
- কুক্কু
- কে এন সিং
- যশোধরা কাটজু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bhai Bahen 1950"। gomolo.com। Gomolo। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৫।
- ↑ "Bhai Bahen 1950"। ciwf। Alan Goble। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভাই বহেন (ইংরেজি)