ভক্তিবিনোদ ঠাকুর গ্রন্থপঞ্জি

এটি ভক্তিবিনোদ ঠাকুর (১৮৩৮-১৯১৪), যিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মতাত্ত্বিক এবং সংস্কারক, তার লেখার তালিকা। এই তালিকায় তার মূল লেখা, প্রামাণিক বৈষ্ণব গ্রন্থের ভাষ্য এবং সজ্জন-তোষণী পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে।

  1. হরি-কথা, ১৮৫০
  2. সুম্ভ-নিসুম্ভ-যুদ্ধ, ১৮৫১
  3. পোরিয়াড়ে, ১৮৫৭-৫৮
  4. উড়িষ্যার মঠ, ১৮৬০
  5. বিজন-গ্রাম, ১৮৬৩
  6. সন্ন্যাসী, ১৮৬৩
  7. আমাদের চাওয়া, ১৮৬৩
  8. ভালিড়ে রেজিস্ট্রি, ১৮৬৬
  9. গৌতমের উপর বক্তৃতা, ১৮৬৬
  10. ভাগবত: এর দর্শন, এর নীতিশাস্ত্র, এবং এর ধর্মতত্ত্ব, ১৮৬৯
  11. গর্ভ-স্তোত্র-ব্যাখ্যা, ১৮৭০
  12. প্রতিফলন, ১৮৭১
  13. ঠাকুর হরিদাস, ১৮৭১
  14. পুরী জগন্নাথের মন্দির, ১৮৭১
  15. পুরীর মঠ, ১৮৭১
  16. ভগবান, ১৮৭১
  17. আলোর বাতিঘর, ১৮৭১
  18. সারগ্রাহী বৈষ্ণব, ১৮৭১
  19. ভগবৎ প্রেম, ১৮৭১
  20. উড়িষ্যার অতিবাড়ী, ১৮৭১
  21. বঙ্গে বিবাহ ব্যবস্থা, ১৮৭১
  22. বেদান্তাধিকার-মালা, ১৮৭২
  23. দত্ত-কৌস্তুভম, ১৮৭৪
  24. দত্ত বংশ মালা, ১৮৭৫
  25. বৌদ্ধ-বিজয়-কাব্যম্, ১৮৭৮
  26. শ্রী কৃষ্ণ-সংহিতা, ১৮৭৯
  27. শ্রী সজ্জন-তোষণী, (মাসিক পত্রিকা) ১৮৮১
  28. কল্যাণ-কল্পতরু, ১৮৮১
  29. নিত্য-রূপ-সংস্থাপনমের পর্যালোচনা, ১৮৮৩
  30. বিশ্ব-বৈষ্ণব-কল্পাটবী, ১৮৮৫
  31. দসোপনিষদ-চূর্ণিকা, ১৮৮৬
  32. ভাবাবলী (ভাষ্য), ১৮৮৬
  33. রসিক-রঞ্জন, (ভগবদ্গীতার ভাষ্য) ১৮৮৬
  34. শ্রীচৈতন্য-শিক্ষামৃত, ১৮৮৬
  35. প্রেম-প্রদীপ, ১৮৮৬
  36. প্রকাশিত শ্রী বিষ্ণু-সহস্র-নাম, ১৮৮৬
  37. ভজন-দর্পণ-টিকা (মনঃ শিক্ষার অনুবাদ ও ভাষ্য), ১৮৮৬
  38. শ্রীচৈতন্য-উপনিষদ (ভাষ্য), ১৮৮৭
  39. শ্রী কৃষ্ণ-বিজয় (প্রকাশিত), ১৮৮৭
  40. বৈষ্ণব-সিদ্ধান্ত-মালা, ১৮৮৮
  41. শ্রী আম্নায়-সূত্রম্, ১৮৯০
  42. সিদ্ধান্ত-দর্পণম্ (বাংলা অনুবাদ), ১৮৯০
  43. শ্রী নবদ্বীপ-ধাম-মাহাত্ম্য, ১৮৯০
  44. শ্রী গোদ্রুম-কল্পাটবী (নাম-হট্টের প্রবন্ধ), ১৮৭১
  45. বিদ্বদ-রঞ্জন (ভগবদ্গীতার ভাষ্য), ১৮৯১
  46. শ্রী হরিনাম, ১৮৯২
  47. শ্রী নাম, ১৮৯২
  48. শ্রী নাম-তত্ত্ব-শিক্ষাষ্টক, ১৮৯২
  49. শ্রী নাম-মহিমা, ১৮৯২
  50. শ্রী নাম-প্রচার, ১৮৯২
  51. শ্রীমন্ মহাপ্রভুর শিক্ষা, ১৮৯২
  52. তত্ত্ব-বিবেকঃ বা শ্রী সচ্চিদানন্দানুভূতিঃ, ১৮৯৩
  53. শরণাগতি, ১৮৯৩
  54. গীতাবলী, ১৮৯৩
  55. গীতমালা, ১৮৯৩
  56. শোক-শাতন, ১৮৯৩
  57. নাম-ভজন, ১৮৯৩
  58. ভক্ত্যালোক
  59. তত্ত্ব-সূত্রম্, ১৮৯৪
  60. বেদার্ক-দিধিতি (শ্রী ঈশোপনিষদের ভাষ্য), ১৮৯৪
  61. তত্ত্ব-মুক্তাবলী বা মায়াবাদ-শতদুষণী, (অনুবাদিত ও প্রকাশিত), ১৮৯৪
  62. অমৃত-প্রবাহ-ভাষ্য (চৈতন্য চরিতামৃতের ভাষ্য), ১৮৯৫
  63. স্বলিখিত-জীবনী, (২০২৩ সালের ফেব্রুয়ারিতে, স্বলিখিত-জীবনীর একটি নতুন বাংলা সংস্করণ বি.আর.সি এবং দে'জ পাবলিশিং দ্বারা প্রকাশিত হয়েছে। এটি সম্পাদনা করেছেন ড. শান্তনু দে।) [১] [২]
  64. শ্রী গৌরাঙ্গ-লীলা-স্মরণ-মঙ্গল-স্তোত্রম্, ১৮৯৬
  65. শ্রী রামানুজ-উপদেশ, ১৮৯৬
  66. জৈব-ধর্ম, ১৮৯৬
  67. শ্রী চৈতন্য মহাপ্রভু, তাঁর জীবন এবং উপদেশ, ১৮৯৬
  68. প্রক্ষিণী (ব্রহ্ম-সংহিতার ভাষ্য), ১৮৯৭
  69. শ্রী গোলোক-মাহাত্ম্য (বৃহদ ভাগবতামৃতের বঙ্গানুবাদ), ১৮৯৮
  70. শ্রী কৃষ্ণ-কর্ণামৃতম্ (অনুবাদ), ১৮৯৮
  71. পীযূষ-বর্ষিণী-বৃত্তি (উপদেশামৃতের ভাষ্য), ১৮৯৮
  72. অশ্বদ-বিস্তারিণী-ভাষা (কৃষ্ণ ভজনামৃতের অনুবাদ ও ভাষ্য), ১৮৯৯
  73. শ্রী নবদ্বীপ-ভাব-তরঙ্গ, ১৮৯৯
  74. হিন্দু মূর্তি, ১৮৯৯
  75. শ্রী হরিনাম-চিন্তামণি, ১৯০০
  76. শ্রী ভাগবত অর্ক-মরিচি-মালা, ১৯০১
  77. শ্রী সংকল্প-কল্পদ্রুম (বাংলা অনুবাদ), ১৯০১
  78. শ্রী ভজন-রহস্য, ১৯০২
  79. শ্রী প্রেম-বিবর্ত (প্রকাশিত), ১৯০৬
  80. স্বনিয়ম-দ্বাদশকম্, ১৯০৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. ""Svalikhita Jivani" – Autobiography of Srila Bhaktivinoda Thakura, published after a century by Bhaktivedanta Research Center"ISKCON Desire Tree | IDT। ২০২৩-০২-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১ 
  2. "প্রকাশিত হলো ভক্তিবিনোদ ঠাকুরের স্বরচিত জীবনী গ্রন্থ - India's No1 News" (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৯। ২০২৩-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১