ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান
ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: བསྟན་པ་རྒྱལ་མཚན, ওয়াইলি: bstan pa rgyal mtshan) (মৃত্যু-১৬৪৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান তিব্বতের কোংপো অঞ্চলের গ্রো-ম্দা' (ওয়াইলি: gro mda') নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্বাগ্স-পো (ওয়াইলি: dwags po) এবং গ্যুমে মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তার অসাধারণ পান্ডিত্যের জন্য তিনি দ্বাগ্স-পো-ছোস-র্গ্যাল (ওয়াইলি: dwags po chos rgyal) বা দ্বাগ্স-পো অঞ্চলের ধর্মরাজা উপাধি লাভ করেন। শিক্ষা শেষ করে তিনি গ্যুমে মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬৪৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটত্রিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং পাঁচ বছর এই পদে থাকেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Thirty-Eighth Ganden Tripa, Tenpa Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫।
পূর্বসূরী দ্গে-'দুন-রিন-ছেন-র্গ্যাল-ম্ত্শান |
ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান আটত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী দ্কোন-ম্ছোগ-ছোস-ব্জাং |