ব্লো-ব্জাং-ব্যাম্স-পা

ব্লো-ব্জাং-ব্যাম্স-পা (ওয়াইলি: blo bzang byams pa) (১৭৬৩-১৮২৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ব্লো-ব্জাং-ব্যাম্স-পা ষষ্ঠ পাঞ্চেন লামা কর্তৃক ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত হন। পাঁচ বছর বয়সে ফুর-বু-ল্চোগ আশ্রমে (ওয়াইলি: phur bu lcog ri khrod) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়। ১৭৭০ খ্রিষ্টাব্দে ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। বারো বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। কয়েক বছর পর অষ্টম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৮০০ খ্রিষ্টাব্দে অষ্টম দলাই লামা তাকে ব্কা'-গ্দাম্স-ব্স্তান-পা'ই-গ্সাল-ব্যেদ-ব্যাম্স-গ্দোন-র্গ্যাল (ওয়াইলি: bka' gdams bstan pa'i gsal byed byams gdon rgya) উপাধিতে ভূষিত করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Cabezón, José (সেপ্টেম্বর ২০১০)। "The Second Purchok, Lobzang Jampa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২১ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা
ব্লো-ব্জাং-ব্যাম্স-পা
দ্বিতীয় ফুর-ল্চোগ
উত্তরসূরী
ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো