ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো (ঝাবদ্রুং কার্পো)

ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: བློ་གྲོས་རྒྱ་མཚོওয়াইলি: blo gros rgya mtsho) (১৬১০-১৬৫৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো ১৬১০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে তুমেদ মঙ্গোল নেতা হোলোচির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। চতুর্থ পাঞ্চেন লামা তাকে তিন বছর বয়সে ত্শোগ্স-গ্ন্যিস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: tshogs gnyis rgya mtsho) নামক প্রথম ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা্র পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। শার-স্কাল-ল্দান-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: la mo rin chen sgang) নামক প্রথম রোং-বো-গ্রুব-ছেন (ওয়াইলি: rong bo grub chen) উপাধিধারী লামা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। তিনি গ্চান-ত্শা (ওয়াইলি: gcan tsha) নামক স্থানে র্মা-ম্গুর-র্নাম-র্গ্যাল-গ্লিং (ওয়াইলি: rma mgur rnam rgyal gling) বৌদ্ধবিহার স্থাপন করেন। তাকে দ্গে-ফ্যুগ (ওয়াইলি: dge phyug) বৌদ্ধবিহারের দায়িত্ব দেওয়া হয়। চিং সম্রাট শুনজি তাকে জা-সাগ (ওয়াইলি: ja sag) উপাধি প্রদান করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Tsehua, : (জুন ২০১২)। "The Second Zhabdrung Karpo, Lodro Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ত্শোগ্স-গ্ন্যিস-র্গ্যা-ম্ত্শো
ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো
দ্বিতীয় ঝাব্স-দ্রুং-দ্কার-পো
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান