ব্র্যাডফিল্ডের ধনেশ

পাখির প্রজাতি

ব্র্যাডফিল্ডের ধনেশ (Tockus bradfieldi) হল আফ্রিকা মহাদেশের ধনেশ প্রজাতির পাখি। এরা মাঝারি আকারের পাখি হয়, লম্বায় ৫০ থেকে ৫৭ সেমি, পেটের রঙ হয় সাদা, পাখনা ও পিঠের রঙ হয় কালো। এদের লম্বা লেজের ডগার রঙ হয় সাদা।

ব্র্যাডফিল্ডের ধনেশ
Tockus bradfieldi
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
গণ: Tockus
প্রজাতি: T. bradfieldi
দ্বিপদী নাম
Tockus bradfieldi
(Roberts, 1930)
Distribution of Bradfield's Hornbill

মহিলা ধনেশরা পুরুষদের থেকে আকারে ছোটো হয় এবং এদের নীলকান্তমণি মুখের ত্বকের সাহায্যে আলাদা করা যায়। এদের চোখ হয় হলুদ রঙের এবং ঠোঁট হয় লাল রঙের। এদের ঠোঁটের আকার হয় বড় এবং এদের ঠোঁটের ওপরে কোনো শিরস্ত্রাণ থাকে না।

এদেরকে প্রধানত দেখতে পাওয়া যায় উত্তর নামিবিয়া, উত্তর বতসোয়ানা, দক্ষিণ অ্যাঙ্গোলা এবং পূর্ব জিম্বাবুয়ে প্রভৃতি দেশে। এরা প্রধানত ফল, মূল, পোকামাকড়, সরীসৃপ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে।

এই প্রজাতির নামকরণ হয় দক্ষিণ আফ্রিকার প্রকৃতিবিজ্ঞানী আর. ডি. ব্র্যাডফিল্ডের নামে (১৮৮২-১৯৪৯)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BirdLife International (২০১২)। "Tockus bradfieldi"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Beolens, Bo; Watkins, Michael (২০০৩)। Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds। London: Christopher Helm। পৃষ্ঠা 63 

বহিঃসংযোগ

সম্পাদনা