ব্রেডিগের আর্ক পদ্ধতি

ব্রেডিগের আর্ক পদ্ধতি (ইংরেজি: Bredig's arc method) মূলত ধাতব সল (যেমন – গোল্ড সল, সিলভার সল ইত্যাদি) তৈরি করতে ব্যবহৃত হয়।

যে ধাতুর সল তৈরি করতে হবে সেই ধাতু নির্মিত দুটি তড়িৎদ্বার কে ঠান্ডা জলে বা উপযুক্ত বিস্তার মাধ্যমে আংশিক নিমজ্জিত করে তড়িৎদ্বার দুটির মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করা হয় তড়িৎ পুলিঙ্গের ফলে উৎপন্ন তাপের ধাতুটির প্রান্তদেশ থেকে ধাতব বাষ্প নির্গত হয় সেই বাষ্প ঠান্ডা জলে ঘনীভূত হয়ে ধাতব প্রলয়ের উৎপন্ন করে জলের মধ্যে আগে থেকে স্থায়িত্ব প্রদানকারী পদার্থ হিসেবে সামান্য পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা থাকে।

বিস্তার মাধ্যমে জৈব পদার্থ থাকলে এই পদ্ধতি কাজ করে না।

আরও পড়ুন

সম্পাদনা