ব্রুনাই দারুসসালাম সামুদ্রিক জাদুঘর

ব্রুনাই দারুসসালাম সামুদ্রিক জাদুঘর (মালয়: Muzium Maritim Brunei Darussalam) হচ্ছে ব্রুনাইয়ের কটা বাটুতে অবস্থিত একটি জাদুঘর।

ব্রুনাই দারুসসালাম সামুদ্রিক জাদুঘর
Muzium Maritim Brunei Darussalam
ব্রুনাই দারুসসালাম সামুদ্রিক জাদুঘর ব্রুনাই-এ অবস্থিত
ব্রুনাই দারুসসালাম সামুদ্রিক জাদুঘর
ব্রুনাইয়ে অবস্থান
স্থাপিত২৩ মার্চ ২০১৫ (2015-03-23)[১]
অবস্থানকটা বাটু, ব্রুনাই
স্থানাঙ্ক৪°৫২′৫৪.৭″ উত্তর ১১৪°৫৮′০৬.৯″ পূর্ব / ৪.৮৮১৮৬১° উত্তর ১১৪.৯৬৮৫৮৩° পূর্ব / 4.881861; 114.968583
ধরনসামুদ্রিক জাদুঘর

পটভূমি সম্পাদনা

এই জাদুঘরটির অবস্থান কটা বাটুর ঐতিহাসিক এলাকাতে। মালয় প্রযুক্তি জাদুঘর থেকে এই স্থাপনাটিতে কয়েক মিনিটে হেঁটে যাওয়া যায়।

জাদুঘরটির নির্মাণকাজ ২০০৬-এর ডিসেম্বরে শুরু হয়ে ২০০৮ সালের কিছু দিনের মধ্যে শেষ হয়।[২] যাইহোক, স্থবিরতার কবলে পড়ে এটিকে সাত বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। জাদুঘরটি সরকারিভাবে আল মুহতাদি বিল্লাহয়ের দ্বারা ২৩ মার্চ, ২০১৫ সালে উদ্বোধন করা হয়।[৩] এর নির্মাণে প্রায় পাঁচ কোটি ব্রুনাই ডলার ব্যয় করা হয়।[২]

প্রদর্শনী সম্পাদনা

জাদুঘরটিতে তিনটি গ্যালারী রয়েছে। দুটি গ্যালারী স্থায়ীভাবে প্রদর্শনের জন্য থাকলে তৃতীয়তটি ক্ষণস্থায়ীভাবে প্রদর্শনে ব্যবহার করা হয়।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ২০১৬-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৩ 
  2. "Maritime museum launched"The Brunei Times। মার্চ ২৪, ২০১৫। ২০১৬-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৩ 
  3. "JUST IN: Maritime Museum officially opens"The Brunei Times। মার্চ ২৩, ২০১৫। ২০১৬-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৩