ব্রিটিশ ক্যারিবীয় ফুটবল অ্যাসোসিয়েশন

ব্রিটিশ ক্যারিবীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: British Caribbean Football Association; এছাড়াও সংক্ষেপে বিসিএফএ নামে পরিচিত) ব্রিটিশ ক্যারিবীয়দের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯৫৭ সালের ২০শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এটি ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের সদস্য ছিল না।[২] এই সংস্থার সদর দপ্তর ব্রিটিশ ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত।

ব্রিটিশ ক্যারিবীয় ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২০ জানুয়ারি ১৯৫৭ (1957-01-20)[১]
ফিফা অধিভুক্তিনেই

এই সংস্থাটি আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ ক্যারিবীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন কেন্ট গাল্ট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ceremony opens BWI Football Board"Jamaica Gleaner। ৪ জানুয়ারি ১৯৫৭। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  2. "WI football crest"। Gleaner (Jamaica)। ৯ এপ্রিল ১৯৫৯। পৃষ্ঠা 14।