ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ

ব্রানিফ এয়ারওয়েজ কর্পোরেশন ১৯৪২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ নামে ব্যবসা করে, পরবর্তীতে ১৯৬৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ব্রানিফ ইন্টারন্যাশনাল নামে তাদের কার্যক্রম অব্যাহত রাখে মূলত এটি ছিল একটি আমেরিকান এয়ারওয়েজ কোম্পানি যারা ১৯২৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখে। প্রাথমিক ভাবে এর গন্তব্য ছিল মধ্য-ইউরোপ,যুক্তরাষ্ট্র,মেক্সিকো,সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। ১৯৭০ সালের পর এশিয়াইউরোপ তাদের ব্যবসা শুরু হয়। ১৯৮২ সালে এয়ারলাইন্সটি উচ্চ জালানি মূল্যের কারণে এবং ১৯৭৮ সালের ডিসেম্বরে করা এয়ারলাইন্স ডিরেগুলেশন এক্ট এর কারণে তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়।[] ব্রানিফের নামে দুইটি এয়ারলাইন্স এর বাণিজ্য শুরু হয় , ১৯৮৪-৮৯ সাল পর্যন্ত দ্যা হায়াত হোটেল এর কার্যক্রম ব্রানিফের নামে চালানো হয়,তাছাড়া ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ১৯৯১-৯২ তাদের ব্যবসা চালু করে। ২০১৫ এর শুরুতে ব্রানিফ তাদের অধীনে ওকলাহোমা রাজ্যে কিছু নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করে।

ব্রানিফ ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ
Braniff International Airways logo
আইএটিএ আইসিএও কলসাইন
BN BNF BRANIFF
প্রতিষ্ঠাকালমে ১৯২৮,৩ নভেম্বর ১৯৩০
কার্যক্রম শুরু২০ জুন ১৯২৮, ১৩ নভেম্বর ১৯৩০
কার্যক্রম শেষ১২-১৩ মে ১৯৮২
হাব
ফোকাস শহর
নিয়মিত যাত্রী প্রোগ্রামব্রানিফ ট্রাভেলস বোনানজা
অধীনস্ত কোম্পানিব্রানিফ এডুকেশন সিস্টেম,ব্রানিফ রিয়েলিটি,ব্রানিফ ইন্টারন্যাশনাল হোটেল কর্পোরেশন,ব্রানিফ গার্ডিয়ান সার্ভিস।
বিমানবহরের আকার১১৫ (১৯৭৯ সালের ডিসেম্বর অনুযায়ী)
গন্তব্য৮১(১৯৭৯ সালের ১ নভেম্বর অনুযায়ী)
প্রধান কোম্পানি১৯৬৪ সাল –ব্রানিফ এয়ারওয়েজ, ১৯৬৭-গ্রেট আমেরিকা কর্পোরেশন, ১৯৭১-লিম টেঙ্কো ভট, (১৯৭৩-১৯৮৩)- ব্রানিফ ইন্টারন্যাশনাল কর্পোরেশন
প্রধান কার্যালয়ব্রানিফ প্যালেস হেড কোয়াটার,২২০০ ভ্রানিফ বল্ভার্ড(ওয়েস্ট এয়ারফিল্ড ড্রাইভ),টেক্সাস,যুক্তরাষ্ট্র
গুরুত্বপূর্ণ ব্যক্তিপল রিভার ব্রানিফ (প্রথম সিইও)
থোমাস এল্মার ব্রানিফ
চার্লস এডমন বেয়ার্ড
হারডিন লরেন্স
জন যে সিজে
হাওয়ারড ডি পাটনাম
ক্যাপ্টেন ডেলার স্টেটেস
আর বেঞ্জামিন চাজ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nance, John J. (১৯৮৪)। Splash of Colors The Self Destruction of Braniff International। New York: William Morrow and Company। আইএসবিএন 0-688-03586-8