টেমপ্লেট:Kamarupa ব্রহ্মপাল (ইংরেজি: Brahma Pala) হলেন কামরূপ রাজ্যের পাল রাজবংশের প্রতিষ্ঠাপক।[১] শালস্তম্ভ বংশের শেষ রাজা ত্যাগসিংহের কোনো সন্তান-সন্ততি ছিল না। তাই শালস্তম্ভ বংশ লোপ পেয়েছিল। প্রজাগণ পুরানো নরক বংশীয় কুমার ব্রহ্মপালকে রাজা মনোনীত করেছিল।[২] তিনি ৯০০ খ্রিষ্টাব্দ থেকে ৯২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত কামরূপ রাজ্যে রাজত্ব করেছিলেন। তিনি কুলদেবীকে বিয়ে করেছিলেন। এরপর তাদের পুত্র রত্নপাল ব্রহ্মপালের উত্তরাসুরী হিসাবে রাজ সিংহাসনে বসেছিলেন।

কামরূপ রাজ্যের রাজাদের ব্যবহৃত তামার সীলমোহর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Choudhury, P. C, The History of Civilization of the People of Assam to the Twelfth Century A.D 
  2. ভূপেন্দ্র নাথ চৌধুরী (১৯৯৫)। সোণর অসম। খগেন্দ্রনারায়ণ দত্তবরুয়া, লয়ার্স বুক স্টল। পৃষ্ঠা ২১। 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Vasu, Nagendranath (১৯২২)। The Social History of Kamarupa 
  • Tripathi, Chandra Dhar (২০০৮)। Kamarupa-Kalinga-Mithila politico-cultural alignment in Eastern India : history, art, traditions। Indian Institute of Advanced Study। পৃষ্ঠা 197। 
  • Wilt, Verne David (১৯৯৫)। Kamarupa। V.D. Wilt। পৃষ্ঠা 47। 
  • Majumdar, Ramesh Chandra (১৯৭৭)। Ancient India। Motilal Banarsidass Publications। পৃষ্ঠা 538 
  • Kapoor, Subodh (২০০২)। Encyclopaedia of ancient Indian geography। Cosmo Publications। পৃষ্ঠা 364। 
  • Sen, Sailendra Nath (১৯৯৯)। Ancient Indian History and Civilization। New Age International। পৃষ্ঠা 668। 
  • Kapoor, Subodh (২০০২)। The Indian encyclopaedia: biographical, historical, religious,administrative, ethnological, commercial and scientific। Genesis Publishing Pvt Ltd। পৃষ্ঠা 320। 
  • Sarkar, Ichhimuddin (১৯৯২)। Aspects of historical geography of Pragjyotisha-Kamarupa (ancient Assam)। Naya Prokash। পৃষ্ঠা 295। 
  • Deka, Phani (২০০৭)। The great Indian corridor in the east। Mittal Publications। পৃষ্ঠা 404। 
  • Pathak, Guptajit (২০০৮)। Assam's history and its graphics। Mittal Publications। পৃষ্ঠা 211। 
  • Samiti, Kamarupa Anusandhana (১৯৮৪)। Readings in the history & culture of Assam। Kamrupa Anusandhana Samiti। পৃষ্ঠা 227।