ব্রড ফ্রন্ট(উরুগুয়ে)

রাজনৈতিক দল

ব্রড ফ্রন্ট (ইংরেজি: Broad Front) উরুগুয়ের একটি রাজনৈতিক দল। এই দল বাম ঘরাণার রাজনীতি করে। এই দলের নীতি সমাজতন্ত্রী-গণতন্ত্র। এই দল থেকে ২০০৫ সালে তাব্রে ভাযকেজ রাষ্ট্রপতি হন। ২০১০ সালেও এই দল থেকেই জসে মুজিতো জয়ী হন।

ব্রড ফ্রন্ট
প্রেসিডেন্টহোর্হে ব্রভেততো
প্রতিষ্ঠা৫ই ফেব্রুয়ারি, ১৯৭১
সদর দপ্তরমোন্তেবিদেও, উরুগুয়ে
সংবাদপত্রVoces del Frente
ভাবাদর্শসামাজিক-গণতন্ত্র,
গণতন্ত্রী সাম্যবাদ
রাজনৈতিক অবস্থানLeft-wing
ওয়েবসাইট
http://www.frenteamplio.org.uy/

রাজনীতি সম্পাদনা

এই দল ১৯৭১ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা জরজ বুগিত। ৫ই ফেব্রুয়ারি এর প্রতিষ্ঠাতা দিবস। ২০০৫ সালে কলেরাড দলকে হারিয়ে এই দল জয়ী হয়। ২০১০ সালেও এই দল জয়ী হয়।

পতাকা সম্পাদনা

আয়তাকার এই পতাকায় লা ও নীল রঙ আছে। রং গুলি আনুভুমিক ভাবে আছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা