ব্যোমমিত্র হল মহাকাশে প্রেরণের মহিলা-অবয়বের একটি মানবিক রোবট, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি মনুষ্যবাহী কক্ষপথীয় মহাকাশযান গগনযানে যাত্রাকালীন সময়ে কাজ করার জন্য তৈরি করেছে। বেঙ্গালুরুতে হিউম্যান স্পেসফ্লাইট অ্যান্ড এক্সপ্লোরেশন সিম্পোজিয়াম-এ ২০২০ সালের ২২শে জানুয়ারি ব্যোমমিত্রকে প্রথম উন্মোচন করা হয়েছিল।[১][২]

ব্যোমমিত্রা
প্রস্তুতকারকভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
দেশভারত
নির্মাণের বছর2020
ধরণমানবিক রোবট
উদ্দেশ্যমহাকাশে প্রেরণের রোবট

এটি মহাকাশ অভিযানে ভারতীয় মহাকাশচারীদের সঙ্গে থাকবে এবং মনুষ্যবাহী মহাকাশ যাত্রার অভিযান শুরুর আগে মনুষ্যবিহীন পরীক্ষামূলক গগনযান অভিযানে একটি অংশ হবে।[৩]

উদ্দেশ্য ও ক্ষমতা সম্পাদনা

ইতিপূর্বে মানব মহাকাশ যাত্রার পরিচালনাকারী দেশগুলি পরীক্ষামূলক অভিযানে মহাকাশযানে বিভিন্ন প্রাণী ব্যবহার করেছে, কিন্তু ইসরো-এর লক্ষ্য পরীক্ষামূলক অভিযানে মহাকাশযানে প্রাণীর ব্যবহার না করা। পরিবর্তে, মহাকাশে দীর্ঘ সময় ধরে ওজনহীনতা ও বিকিরণ মানবদেহে কী প্রভাব ফেলে তা আরও ভালভাবে বোঝার জন্য মানুষের অনুরূপ শারীরিক গঠনের রোবট মহাকাশে প্রেরণ করা হবে।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dwarakanath, Nagarjun (২২ জানুয়ারি ২০২০)। "Gaganyaan mission: Meet Vyommitra, the talking human robot that Isro will send to space"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২ 
  2. "IAA-ISRO-ASI Symposium on Human Space Flight and Exploration was organised at Bangalore"www.isro.gov.in। ২০২০-০১-২৪। ২০২২-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২ 
  3. "Meet Vyom Mitra, first Indian 'woman' to ride to space"The Hindu (ইংরেজি ভাষায়)। Special Correspondent। ২০২০-০১-২২। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২ 
  4. "Why is India sending robots into space?" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২